ঘর সাজানোর জন্য নানা বুদ্ধি মাথায় আসে। হাতের কাছে যা পাবেন তা দিয়েই কিন্তু সৃজনশীল কিছু করা যায়। খুব দামি কিছু না কিংবা ফেলে দেওয়ার মতো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করতে পারেন আকর্ষণীয় কিছু। আজ দেখে নিতে পারেন উলের সুতা দিয়ে কীভাবে ছোট ছোট ক্যাপ বানানো যায়। চায়ের টেবিলে সাজিয়ে রাখতে পারেন, রাখতে পারেন কোনো ছোট্ট পুতুলের মাথায়, কিংবা সারি বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন দরজায়। লাগবে শুধু উলের সুতা, টিস্যু রোল আর কাঁচি।
ধাপ-১
এভাবে টিস্যু রোল কেটে নিন
ধাপ-২
বেশ কিছু উলের সুতা সমান করে কেটে নিন
ধাপ-৩
টিস্যু রোলে সুতাগুলো বাঁধুন।
ধাপ-৪
পুরো টিস্যু রোলে সুতা দিয়ে বাঁধা হলে সুতাগুলো উল্টো দিকে নিয়ে আসুন
ধাপ-৫
সুতাগুলো একসঙ্গে করে বেঁধে দিন
ধাপ-৬
বাড়তি সুতা কেটে ফেলুন