এই ফাগুনে কপালে ফুটুক টিপ!

শাড়ি, গয়না, কাজল সবই পরা হল। তারপরও কেন যেন পূর্ণতা আসছে না। ঘুরিয়ে-ফিরিয়ে নানাভাবে আয়নায় মুখখানি দেখার পর আবিষ্কার করলেন, ইস—টিপটাই যে পরা হয়নি! কপালে ছোট্ট একটা টিপ বাড়িয়ে দিতে পারে সাজের বৈচিত্র্য।
টিপ যুগ যুগ ধরে বাঙালি নারীর সাজের অন্যতম উপকরণ। মেয়েদের ভীষণ প্রিয় দেশীয় সাজ অনুষঙ্গ এই টিপ। শুধু শাড়ি আর সালোয়ার কামিজের সঙ্গেই নয়, জিনস ফতুয়ার সঙ্গেও টিপ পরেন অনেকেই। কিশোরী থেকে বয়স্ক নারী—টিপের ছোঁয়ায় সবাই সমান সুন্দর। তাইতো টিপের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
ফুটপাত থেকে শপিং মল, সব খানে টিপ পাওয়া যায়। দামও হাতের নাগালে। দশ টাকা থেকে শুরু করে নানা দামে টিপ পাওয়া যায়। গোল, লম্বা, ত্রিকোণ, চার কোণ, আঁঁকাবাঁকা হরেক আকৃতির টিপ আছে এখন বাজারে। লাল, কালো, সবুজ, হলুদ, নীলের মতো একরঙা টিপের পাতার পাশেই বহু রঙের মিশেলের টিপের সহাবস্থান এখন দোকান জুড়ে। বেশ কয়েক বছর ধরেই পাথরের টিপের বাজারও জমজমাট। ছোট থেকে বড়, চকচকে পাথরের ছোঁয়ায় যেন বদলে যায় সাজের সব হিসাব-নিকাশ।
মুখের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে টিপ। তাই টিপ নির্বাচনের ক্ষেত্রে একটু ভাবনা-চিন্তার প্রয়োজন রয়েছে। তা না হলে আসল উদ্দেশ্যই মাটি হতে পারে।
টিপ নির্বাচনে আপনার পছন্দ ও রুচিকে সর্বোচ্চ প্রাধান্য দিন। পাশাপাশি মুখের গড়নটাও এক্ষেত্রে বিবেচ্য। মুখের গড়ন অনুযায়ী টিপ পরলে তা ভালোভাবে ফুটে ওঠে। ভ্রূ থেকে খুব উপরেও নয়, আবার খুব নিচেও নয়—এমন স্থানে টিপ পরলে ভালো হয়।
টিপ নির্বাচনে খেয়াল রাখুন
যাঁদের মুখ একটু লম্বাটে, তাঁরা গোলাকৃতির টিপ পরতে পারেন। তাহলে মুখ খানিকটা গোল মনে হবে। গোলাকার মুখে লম্বা ধরনের টিপ পরুন। এতে মুখ একটু লম্বাটে মনে হবে। চ্যাপটা ও চৌকো ধরনের মুখের জন্য লম্বাটে টিপ ভালো মানাবে। বাজারে অনেক ধরনের লম্বা টিপ পাওয়া যায়। এক্ষেত্রে পছন্দ মত মানানসই টিপ ব্যবহার করতে পারেন।
অনেকেই বড় টিপ পরতে পছন্দ করেন। বড় টিপের সঙ্গে চুলটা একটু উল্টো করে চিরুনি দিয়ে ফুলিয়ে পনিটেইল করে নিলে দেখতে ভালো লাগবে। টিপ কেনার সময় টিপের রং ও আঠার দিকে খেয়াল রাখুন। আঠা পুরো অংশ জুড়ে লাগানো থাকলে কপালে সুন্দরভাবে টিপটি বসে যাবে, দেখতেও ভালো লাগবে।
পার্টিতে কাপড়ের টিপের চেয়ে পাথরের টিপ ভালো মানাবে। আর এই ফাগুনের বাসন্তী সাজে, একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখসহ দেশজ সংস্কৃতির নানা উত্সবে কাপড়ের টিপের চল বেশি। লাল, কালো, সবুজ যে রঙের টিপই পরুন না কেন, রংটা অবশ্যই টাটকা হতে হবে। এ ছাড়া মুখের রং ও আকৃতির সঙ্গে মানানসই হতে হবে।
টিপ নির্বাচন কঠিন কিছু নয়। নিজের ভালোলাগাকে গুরুত্ব দিন। নিজের মুখের আকৃতি সম্বন্ধে পরিষ্কার ধারণা আর কোন পোশাকের সঙ্গে ঠিক কী ধরনের টিপ মানানসই হতে পারে, তা একবার বুঝে গেলে টিপ নির্বাচন সহজ হয়ে যায়।