এক দিনের সান্তা
বাবার কোলে চড়ে এসেছে দুই বছরের ছোট্ট মাপসুরা। লাল ওভারঅল গায়ে রঙিন একটা রিকশার ওপর সে বসে আছে। একে তো ২০২০ সাল ছিল মহামারিকাল, তার ওপর তার বয়স ছিল সবে এক! এবারই প্রথম তার বড়দিন দর্শন। রিকশাটি রাখা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমের সামনে। লাইন ধরে দাঁড়িয়ে আছে আরও দুই অভিভাবক। তাঁদের সঙ্গেও শিশু। তারাও উঠবে রিকশায়। সমগ্র সোনারগাঁও সেজেছে বড়দিনের উৎসবে। বড় বড় চুমকি, মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার লেখা বেলুন, ছবি, রঙিন কাগজ, ফিতা, ছড়িয়ে–ছিটিয়ে থাকা নানান উপহার দিয়ে পাঁচ তারকা এই হোটেলের পুরোটা মোড়ানো। পুলসাইডের পাশেই শিশুদের জন্য বিশেষায়িত চত্বর ‘কিডস ক্যারাভান’। সেখানে একপাশে মঞ্চের ওপর চলছে ক্রিসমাস সং ‘গেট অন দ্য ফ্লোর’, ‘রেইন ওভার মি’—এসব গানে নাচানাচি। সেই নাচানাচির কোনো নির্দিষ্ট মুদ্রা নেই। অনেকটা ‘যেমন খুশি তেমন নাচো’র মতো। মাঝখানে শিশুরা উঠেছে রেলগাড়িতে। একপাশে হয়েছে বিশাল বড় কিডস হোম। সেই ঘরভর্তি বল। সেখানেও খেলছে কয়েকজন। ইংরেজি গানের পর সন্ধ্যা নামলে বেজেছে বাংলা গান। বাইরে ছিল খাওয়াদাওয়া আর নাগরদোলা। বাদ যায়নি ঘোড়ার গাড়িও। সব মিলিয়ে পশ্চিম আর পূর্বের সংস্কৃতির মিশেলে, শিশুদের কোলাহলে মুখর ছিল সবটা।