একটি বিতর্ক কর্মশালা

নেতৃত্বের প্রশিক্ষণে প্রশিক্ষক আহমেদ হেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
নেতৃত্বের প্রশিক্ষণে প্রশিক্ষক আহমেদ হেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা

বন্ধুসভার গত সংখ্যাটি ছিল বিশেষ সংখ্যা। পাঁচ কবির বাড়ি নিয়ে ছাপা হয়েছে ফিচার। সংখ্যাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে বিশেষ সংখ্যার কারণে অনেক বন্ধুসভার অনেক সংবাদ ছাপা সম্ভব হয়নি।

ঢাকার ড্যাফোডিল বন্ধুসভা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সম্প্রতি আয়োজন করেছে নেতৃত্ববিষয়ক দুটি কর্মশালার। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন যথাক্রমে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল ও বরিশাল জেলার শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী। এ রকম আয়োজনের জন্য দুই বন্ধুসভাকেই অভিনন্দন জানাই।

ঢাকায় নিয়মিতভাবে শুরু হয়েছে উপস্থাপনা ও বক্তৃতা শেখার আসর। এ আসর দুটি তিন মাসব্যাপী চলবে। আগ্রহী যে কেউ এ আসর দুটিতে অংশ নিতে পারেন। আসর হয় মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল চারটা থেকে।

আমরা জানিয়েছিলাম, খুব দ্রুত চালু হচ্ছে বন্ধুসভার ওয়েবসাইট। সে কারণে ওয়েবসাইটে প্রকাশের জন্য নানা বিষয়ে আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করছি। গল্প, ফিচার, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনি ইত্যাদি পাঠাতে পারেন। লেখা পাঠাতে হবে বন্ধুসভার ই-মেইলে।

এবার একটি সিদ্ধান্তের কথা জানাই। এ বছরের মধ্যে প্রতিটি বন্ধুসভাকে একটি করে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

এটি ঘরোয়াভাবেও হতে পারে। অনুষ্ঠান না করতে পারলেও অন্তত বন্ধসভার সবার জন্য একটি বিতর্ক কর্মশালার আয়োজন করতে হবে। বিতর্ক সম্পর্কে যাতে সবার সম্যক ধারণা জন্মে।