একনজরে দেখে নিন নেইল পলিশে এ বছরের পাঁচ ট্রেন্ড

পারসোনার পরিচালক ও রূপবিশেষজ্ঞ নুজহাত খানের সহায়তায় একনজরে দেখে নেওয়া যাক নেইল পলিশে এ বছরের পাঁচ ট্রেন্ড।

পাঁচ আঙুলে লাগিয়ে নিন পাঁচ রঙের নেইল পলিশ। মডেল : রিবা, কৃতজ্ঞতা : পারসোনা
ছবি : কবির হোসেন

আপনার ড্রেসিং টেবিলের ড্রয়ারে জমা হয়েছে অনেক নেইল পলিশ? কোনটা রেখে কোনটা দেবেন বুঝতে পারছেন না? চিন্তা নেই। পাঁচ আঙুলে লাগিয়ে নিন পাঁচ রঙের নেইল পলিশ। ইচ্ছা হলে দুই হাতের দশ আঙুলে লাগিয়ে নিন দশ রঙের নেইল পলিশ। বিভিন্ন রঙের নেইল পলিশ পরাটাও এখন ট্রেন্ড।

এক রঙের নেইল পলিশের ওপর অন্য রঙের নেইল পলিশ দিয়ে আঁকতে পারেন ফুল
ছবি : কবির হোসেন

এক রঙের নেইল পলিশ লাগালেন। তাতে মন ভরছে না। এরপর একটা বা দুটো নখে অন্য রঙের নেইল পলিশ দিয়ে এঁকে ফেলতে পারেন কোনো ফুল অথবা হার্ট শেপ। বাজারে এ ধরনের নানা রকম স্টিকারও পাওয়া যায়। চাইলে একরঙা নেইল পলিশের ওপর সেগুলো লাগিয়ে নিতে পারেন।

পছন্দমতো যেকোনো রঙের নেইল পলিশ শুকিয়ে যাওয়ার আগেই কাঠি দিয়ে লম্বালম্বি অথবা ক্রস করে দাগ দিতে পারেন
ছবি : কবির হোসেন

পছন্দমতো যেকোনো রঙের নেইল পলিশ লাগালেন, সেটা শুকিয়ে যাওয়ার আগেই কাঠি বা এ–জাতীয় কিছু দিয়ে লম্বালম্বি, আড়াআড়ি অথবা ক্রস করে দাগ দিতে পারেন। অন্য রকম দেখাবে।

নেইল পলিশের ওপর আঠা দিয়ে পাথরের টিপ লাগিয়ে নিতে পারেন
ছবি : কবির হোসেন

যেকোনো রঙের নেইল পলিশের ওপর, নখের আকার বুঝে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন তিন, চার বা পাঁচটা সাদা পাথরের টিপ। ব্যস, নেইল পলিশ হয়ে গেল সাধারণ থেকে জমকালো!

নেইল পলিশের ক্ষেত্রে এই রংগুলো সব সময় প্রাসঙ্গিক
ছবি : কবির হোসেন

নেইল পলিশের ক্ষেত্রে কিছু রং সব সময় প্রাসঙ্গিক। যেমন ওয়াটার কালার, সাদা, অফহোয়াইট, ফিকে গোলাপি, পিচ কালার, প্যাস্টেল। এগুলো সব সময় নখের ওপর জুতসই। আবার অনেকে তুলে নেন গাঢ়, গম্ভীর আবার জমকালো কোনো রং। যেমন খয়েরি, ওয়াইন বা বার্গান্ডি। বার্গান্ডি চিনলেন না! গাঢ় লালের সঙ্গে গাঢ় বেগুনি মেশালে যেটা হবে।