ও এলে আবার বিয়ে করব: পরীমনি
রাজধানীর শেফস টেবিলের কোর্টসাইডে গতকাল বুধবার বিকেলে বসেছিল বিয়ের আসর। কাদের বিয়ে? গুণিন বাড়ির রমিজ আর মিয়া বাড়ির রাবেয়ার বিয়ে। বড় পর্দায় রমিজ আর রাবেয়াকে জীবন্ত করেছেন বাস্তবের শরিফুল রাজ আর পরীমনি। রাজ–পরী যে সম্পর্কে বর–বউ, তা আর জানতে কারও বাকি নেই। সিনেমার মুক্তিকে সামনে রেখে আরও একবার বিয়ের অনুষ্ঠান হলো ‘চরকি’র আয়োজনে। ছবিতে দেখে নেওয়া যাক ‘গুণিন’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে দেশের আলোচিত এই নায়িকার সাজগোজ।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯