ওকে কীভাবে ভালোবাসার কথা বলব?

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
একটা মেয়েকে ভালোবাসি। সে আমার সঙ্গে পড়ে। নাম রজনী (ছদ্মনাম)। আমি জানি, সেও আমাকে ভালোবাসে। আমার সামান্য বিপদে ও খুব বেশি উদ্বিগ্ন হয়। অথচ আমি তাকে কখনো ভালোবাসার কথা বলি না; এই জন্য যে, হয়তো ও আমাকে আগে বলবে। পাঁচ বছর ধরে ওর সঙ্গে আমার এ রকম সম্পর্ক। ও সব সময় আমার সঙ্গে ফোনে কথা বলে। ওকে বলি বলি করেও বলি না ভালোবাসার কথা। ও অন্য কারও সঙ্গে কথা বললে আমি সহ্য করতে পারি না। সামনে আমার পরীক্ষা। ওকে কীভাবে ভালোবাসার কথা বলব?
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।

.
.

পরামর্শ
দুজনেই যদি দুজনকে ভালোবেসে থাকো, সেটা বলে ফেলাই ভালো ছিল। বন্ধুত্ব যদি অন্যদিকে গড়ায়, তাহলে শ্রদ্ধা ও সততার সঙ্গে সেটি প্রকাশ করাই মানসিক পরিপক্বতার পরিচায়ক। তোমরা যে সব সময় ফোনে কথা বলছ, তার বিষয়বস্তু কী? দুজন বিপরীত লিঙ্গের মানুষ যখন অনেক বেশি কথাবার্তা বলে, তখন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, যাতে বন্ধুত্বের সীমারেখা আর থাকে না। তুমি ভালোবাসার কথা মেয়েটিকে সরাসরি বলতে পারোনি। কিন্তু আকারে-ইঙ্গিতেও কি মেয়েটা কিছুই বুঝতে পারেনি? 
আমাদের এখানে সাধারণত ছেলেরাই এই অনুভূতি আগে জানায়, সে কারণে হয়তো মেয়েটি কিছু বলেনি। তুমি নিজেকে ভালো করে প্রশ্ন করে দেখবে, ঠিক কী কারণে তুমি এত দিন কথাটি ওকে বলোনি। ও ‘না’ বলে দেবে, সেই ভয়? নাকি এতে করে তুমি ছোট হয়ে যাবে ভাবছ? মেয়েটি যদি ‘না’ বলে, সেটা মেনে নেওয়ার মানসিকতাও কিন্তু তোমার থাকতে হবে। মনে রাখবে, সবারই নিজের মতপ্রকাশের স্বাধীনতা আছে। আর তোমাদের যদি পারস্পরিক বোঝাপড়া হয়, এরপর কেউ কারও ওপরে কর্তৃত্ব করার চেষ্টা কোরো না। তোমার যেমন অন্য বন্ধুবান্ধব থাকতে পারে, মেয়েটির ক্ষেত্রেও ঠিক তা-ই। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসের অভাব হলে সেটিকে সুস্থ সম্পর্ক কোনোভাবেই বলা যাবে না। তোমাদের জন্য শুভকামনা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.