কাওসার আহমেদ চৌধুরী

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
যেখান থেকে মানুষের বাজে জেদ এবং একগুঁয়েমি আসে, সেখান থেকেই আসে তার শুভ দৃঢ়সংকল্প। অর্থাৎ দুটোর উৎসই এক। একই শক্তির দুই রকম প্রকাশ। জেদ অনেক সময়ই আত্মবিধ্বংসী, আত্মবিনাশী। পক্ষান্তরে, সংকল্পের দৃঢ়তা হচ্ছে এমন একটা দর্শন যা বয়ে আনে নিজ এবং অন্যের কল্যাণ, উন্নতি। উভয়পক্ষের মধ্যে কমন বা অভিন্ন যা—তা হচ্ছে ‘সাহস’। মেষ নারী-পুরুষের ভেতর রয়েছে দুই ধরনেরই চারিত্রিক বৈশিষ্ট্য। ইচ্ছা থাকলে মেষ নিজেকে নেগেটিভ থেকে পজিটিভে রূপায়িত করতে পারেন। চলতি সপ্তাহে মেষ ঝলসে উঠবেন আপন শক্তি ও ব্যক্তিত্বের উজ্জ্বলতায়।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সুশ্রাব্য কণ্ঠস্বর হচ্ছে বৃষ নারী ও পুরুষের একটা অমূল্য সম্পদ। এই সম্পদটির সঠিক ব্যবহার ও পরিচর্যা করা প্রত্যেক বৃষের জন্য একান্ত জরুরি। এ সপ্তাহটি তাঁর ভালো যাবে। তবে কিছুতেই তাঁর গলা যেন কর্কশ হয়ে না বাজে। কারও সঙ্গে তর্ক দিয়ে শুরু করে ঝগড়া-বিবাদে উপনীত হওয়াটা বৃষের জন্য শুভ ফল নিয়ে আসবে না।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন জাতক নজরুলের সঙ্গে গলা মিলিয়ে কোনো দক্ষ এবং দরদি শিল্পী যখন গেয়ে ওঠেন—‘মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’...তখন প্রেমের অনুভব ছড়িয়ে পড়ে আমাদের মনের আকাশে। প্রিয় মিথুন, চলতি সপ্তাহ আপনার ভরে থাকবে এক বিষাদ-মাখা গূঢ় আনন্দে। এক বিষণ্ন রোমান্টিকতায়।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
অক্টোপাসের চোখে জেগে থাকে এক চিরস্থায়ী অনড় বিষণ্নতা, যা একটা ভুল বার্তার বাহক। অক্টোপাস মোটেও কোনো হৃদয়বান প্রাণী নয়। শিকার ধরে তাকে গিলে ফেলার মতো যথেষ্ট নির্মমতা তার আছে। প্রিয় কর্কট, আপনি তো অক্টোপাস নন। আপনি কেন বিষণ্নতার আড়ালে নিষ্ঠুর হয়ে থাকবেন। আপনি হাসিমুখ নিয়ে, ভালোবাসা নিয়ে অতিক্রম করুন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চিপা খাওয়া সাত দিনের হাত থেকে বেঁচে যাবেন। জব্বর আপনার কপাল! কীভাবে যে সাফল্য এসে আপনার ব্যর্থতাকে উড়িয়ে নিয়ে যায়, সেটা একটা দেখার মতো ব্যাপারই হবে বটে!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা রাশির রাজকন্যে ও যুবরাজদের জন্য নিবেদন করা যাক এ সপ্তাহের রাশিফল। চলতি সপ্তাহের সাতটি দিন কন্যার নতুন করে বিকশিত হয়ে ওঠার দিন। সতর্কতার বিষয় তবুও এই যে আপনার কোনো প্রকার বিরূপ আচরণে কেউ যেন মনে কষ্ট না পায়। বিশ্বাস রাখি কন্যার রুচি ও মানুষের প্রতি মমত্ববোধের ওপর।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার উদ্দেশে নিবেদন করি, আমাদের প্রবীণ এক শিল্পী আবদুর রউফের গাওয়া চমৎকার একটি গান—‘ছুটি নেই, ছুটি নেই, ছোটাছুটি আছে শুধু জীবনে’। গীতিকার ছিলেন যত দূর মনে পড়ে, শহীদুল ইসলাম। স্বীকার্য, গানটির সুরকার কে ছিলেন তা আজ আর আমার মনে নেই। প্রিয় তুলা, গানের কথাগুলো নিজের প্রাত্যহিক জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন, আর জানবেন—আপনি ইচ্ছা করলেও কখনোই অবসরে যেতে পারবেন না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
শাস্ত্রে ‘সুনিশ্চিত’ বলে কোনো কথা নেই। সবই শুধু ‘সম্ভাবনার’ বাণী। আপনি তো ভালো করেই জানেন, গোটা জ্যোতিষশাস্ত্রটাই ভর করে আছে অনুমানের ওপর। এক কথায় বলতে গেলে, এই শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানের কোনো যোগ নেই। তবু আমরা ভবিষ্যদ্বাণী করি, আপনারা তা পড়েন কিংবা শোনেন। এক ধরনের খেলা আরকি। তাহলে খেলাচ্ছলেই বলি, এ সপ্তাহে আপনার সাফল্য প্রায় ৭০ শতাংশ।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সব রাশির জাতককে পুনশ্চ বলি: আমি এক দরিদ্র জ্যোতিষী, ধরে আছি গাঢ় অন্ধকারে/তোমার দক্ষিণ হাত; ভয় কী, তুমি পার হয়ে যাবে এই/তুফানি ঝড়ের রাত।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর রাশির এক অগ্নিপুরুষ ছিলেন সদ্যপ্রয়াত সৈয়দ শামসুল হক। আমি যে তাঁর সঙ্গে খুব একটা ঘনিষ্ট ছিলাম এমন নয়। তবু তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে দু-একটা প্রশ্ন আমাকে করতেন মাঝে মাঝে। মাধ্যম ছিলেন গীতিকার কবির বকুল। শেষবার তাঁর সঙ্গে একটা মোবাইল বার্তা বিনিময় হয়। আমি লিখেছিলাম, ‘ইউ উইল নেভার রিটায়ার ইন লাইফ’। তিনি জবাব দিয়েছিলেন, ‘অ্যান্ড আই ডু নট ইনটেন্ড টু এভার রিটায়ার। আই ওয়াজ বোর্ন উইথ এ পেন অ্যান্ড আই শ্যাল ডাই উইথ এ পেন।’ মহান মকর তাঁর কথা রাখতে জানেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আমি তো দেখি, খেলার মাঠে যেমন জীবনের মাঠেও তেমনই একটা খেলোয়াড়ি দর্শন থাকা ভালো। জীবন সম্পর্কে সিরিয়াস হতে হবে, এটা ঠিক। তবে ‘অতি মাত্রায় সিরিয়াস’ হতে গেলে অনেক সুফল হাত ফসকে বেরিয়ে যেতে পারে। আপনি অবশ্য আমার সঙ্গে একমত না-ও হতে পারেন। আমি শুধু আমার মতটাই বললাম। চলতি সপ্তাহটা শেষ হওয়ার পর হিসাব করে দেখবেন, আমার বক্তব্য কতখানি সঠিক।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনার জীবনে একটা শুভ সুন্দর পরিবর্তন সূচিত হচ্ছে দেখতে পাচ্ছি।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী