কাওয়ালি শিল্পী গোষ্ঠীর সভা

চট্টগ্রাম কাওয়ালি শিল্পীগোষ্ঠীর উদ্যোগে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতির (রহ.) ওরস ও আলোচনা সভা ১৮ এপ্রিল পশ্চিম মাদারবাড়ি জমির উদ্দিন লেনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মান্নান কাওয়াল। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বেতারের উপআঞ্চলিক পরিচালক আবুল হোসেন। বক্তব্য দেন এস এম নুরুল আমিন।প্রধান অতিথি বলেন, কাওয়ালি এমন সংগীত, যার মাধ্যমে আত্মার কালিমা দূর হয়। মানুষ পরমাত্মাকে জানতে পারে। পরে রাতব্যাপী কাওয়ালি গানের আসর বসে। এতে গান করেন আব্দুল মান্নান কাওয়াল, আহমদ নূর আমিরি, এম সোবাইর, আকতার আজাদ, আবুল কাসেম, মোহাম্মদ হারুন, আবু তৈয়ব, শিশুশিল্পী রাফি, ইরফান ও বাদশাহ। বিজ্ঞপ্তি।