কোনটা ভালো

গ্রীষ্মকাল

এবারের শীতটা ঘুরেই কাটাব। এই গরমে

সম্ভব হবে না রে...

শীতকালই ভালো। ঘাম হয় না,

গায়ের গন্ধও ছড়ায় কম।

অসহ্য গরম! সূর্যটা

খুব জ্বালাচ্ছে।

নাহ্, গরমে কিছুই হবে না! দরদর করে ঘামছি। কাজ করেও শান্তি নাই। শীতে কী আরাম! হাজার কাজ করলেও ক্লান্ত হই না।

: আপনার প্রিয় ঋতু কোনটি, শীত না গ্রীষ্ম?

: অবশ্যই শীতকাল। গ্রীষ্ম কোনো কাল নাকি!

রীতিমতো অত্যাচার!

শীতকাল

ওহ্, এবারের শীতটা কাটাতে পারলেই বাঁচি। ঘোরাঘুরি গরমেই ভালো।

গরমকালে গোসল করেও মজা। শীতের মতো এমন অত্যাচার তো থাকে না!

সূর্যটা সারা দিনে মুখ দেখাল না। রাতে যে কী শীত পড়বে!

শীতে জমে একেবারে ক্ষীর। হাত-পা নাড়াতেও মন চায় না। কাজ করব যে তার উপায় নাই! গরমই ভালো।

: আপনার প্রিয় ঋতু কোনটি, শীত না গ্রীষ্ম?

: অবশ্যই গ্রীষ্মকাল। শীত কোনো কাল নাকি! রীতিমতো অত্যাচার!

শীতকাল আসলে অলসদের পছন্দ;

আমার না।