ক্যামেরায় বর্ষার দিন

ঋতুবদলের নিয়ম মেনে এসেছে আষাঢ়, বাংলার বর্ষা। মেঘের পরে মেঘ জমছে, আচমকা আঁধার হচ্ছে আলো। টাপুরটুপুর বৃষ্টিতে ঝাপসা হচ্ছে গাছপালা। ভরা নদীতে সুর তুলছে বৃষ্টির ছাট। চেনা এই বর্ষার রূপ ক্যামেরায় ধারণ করেছেন প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন।

১ / ৬
বৃষ্টি এল মাঝনদীতে।
ছবি: কবির হোসেন। স্থান: ইছামতি নদী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
২ / ৬
হাঁসেদের ছাতা নেই, বৃষ্টিতে ভেজার ভয়ও নেই!
ছবি: কবির হোসেন
৩ / ৬
বৃষ্টিমুখর দিনে প্রকৃতির সজীব হাসি।
ছবি: কবির হোসেন
৪ / ৬
বৃষ্টিভেজা কৃষ্ণচূড়া।
ছবি: কবির হোসেন
৫ / ৬
টিনের চালে বৃষ্টি মানে শহুরে অনেকের স্মৃতিকাতরতা।
ছবি: কবির হোসেন
৬ / ৬
জেলেনৌকার বৃষ্টিবিলাস।
ছবি: কবির হোসেন