খাদ্য অধিদপ্তরে নেবে ৫৯৯ জন

.
.

খাদ্যসংকট পরিস্থিতি মোকাবিলার জন্য খাদ্য অধিদপ্তর দেশের মানুষের নানাভাবে সহায়তা করে আসছে। সম্প্রতি খাদ্য অধিদপ্তর ১৫টি পদে ৫৯৯ জন লোক নেবে বলে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে অনেকেই হয়তো আবেদনও করেছেন। আর যাঁরা করেননি, তাঁরা নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আবেদন করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
যাঁরা আবেদন করতে চান, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জেলার নাম, পদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি তথ্য দিতে হবে। সব পদের জন্য প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতাসহ আরও প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারীর নিজ জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
এই নিয়োগে উপ-খাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, অডিটর, হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের প্রার্থীদের অবশ্যই স্নাতক বা সমমান পাস হতে হবে। অন্য পদগুলোর জন্য এইচএসসি এবং এসএসসি পাস লাগবে। তবে ফোরম্যান, অপারেটর ও ইলেকট্রিশিয়ান পদগুলোর ক্ষেত্রে কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা এন্ট্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ভালোভাবে কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবেদনকারীর সংখ্যা বেশি হলে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

.
.

নিয়োগ প্রক্রিয়া
গত বছর এই অধিদপ্তরে নিয়োগ পেয়েছেন সাবিনা খাতুন। তিনি জানান, প্রার্থীদের ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। বিষয় থাকবে চারটি। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। অধিদপ্তর থেকে যদি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়, তাহলে এসব বিষয়ে প্রস্তুতি নিতে হবে। কারণ, সামনে থাকবে লিখিত ও মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার বিষয়ে আরেকজন খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বিগত বছরগুলোর পরীক্ষার অভিজ্ঞতা থেকে জানান, মৌখিক পরীক্ষা হয় ২০ নম্বরে। যার ৫ নম্বর থাকে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর। বাকি ১৫ নম্বর থাকে বিষয়ভিত্তিক ও সাধারণ জ্ঞানের ওপর। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।
বেতনভাতা ও পদোন্নতি
প্রার্থীরা ২০০৯ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন। অন্যান্য চাকরির মতো এখানে পদোন্নতির ব্যবস্থা রয়েছে। নিয়োগ লাভের তিন বছর পর চাকরি স্থায়ী হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে তিন বছর পর থেকে চাকরি স্থায়ী হলে প্রার্থীরা তাঁদের দক্ষতা, যোগ্যতা আর জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ পাবেন।
যেসব বই পড়তে পারেন
বাজারে বিভিন্ন প্রকাশনা সংস্থার খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা-সংক্রান্ত গাইড বই পড়তে পারেন। আর সাধারণ জ্ঞানের জন্য পড়তে পারেন জাতীয় দৈনিক পত্রিকাগুলো।
বিস্তারিত যোগাযোগ
নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়
খাদ্য অধিদপ্তর
১৬ আবদুল গণি রোড, ঢাকা-১০০০
ওয়েবসাইট: www.dgfood.gov.bd