খুদেবার্তায় আবেদন ২৫ সেপ্টেম্বর থেকে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিনটি অনুষদের স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর থেকে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা আগামী ২ নভেম্বর প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্রমতে, এ লেভেল পাস এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা প্রার্থী ছাড়া অন্যদের আবেদন শুধু মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণ করা হবে। কেবল ২০১১ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরাই শর্তপূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর টেলিটক প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি ‘ক’ (KA) গ্রুপের জন্য ৫০০ টাকা এবং ‘খ’ (KHA) গ্রুপের জন্য ৬০০ টাকা কেটে নিয়ে একটি ফিরতি খুদেবার্তার মাধ্যমে সঙ্গে সঙ্গেই একটি ফরম নম্বর জানিয়ে দেওয়া হবে। নম্বরটি আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিতে প্রাপ্ত মোট জিপিএর ভিত্তিতে প্রথম চার হাজার ৫০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর সংরক্ষিত ফরম নম্বরের বিপরীতে একটি ক্রমিক (রোল) নম্বর জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে। উল্লেখ্য, চার হাজার ৫০০তম স্থানের সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। খুদেবার্তা পদ্ধতির নিবন্ধন-প্রক্রিয়ায় কোনো রকম সমস্যা দেখা দিলে টেলিটকের গ্রাহকসেবাকেন্দ্রে (১২৩৪) যোগাযোগ করা যাবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত অফিস সময়ে জানা যাবে ০১৫৫৫৫৫৫০১১ ও ০১৫৫৫৫৫৫০১২ নম্বরে। ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ফলক এবং ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে জানা যাবে।