গল্পের শুরু..

ঈদ এসে যাচ্ছে শিগগির। ছুটির দিনেও আগেভাগে ঈদ আয়োজন নিয়ে হাজির আপনার দোরগোড়ায়। বরাবরের মতোই পাঠকদের সৃজনশীলতার ওপর ভরসা করেছিলাম আমরা। পাঠকেরাও আমাদের বিমুখ করেননি। ই-মেইল আর ডাকযোগে তো অবশ্যই, এবার প্রচুর গল্প এসেছে এমনকি ফেসবুক পেজের মারফতও।পাঠকের এই আগ্রহকে সাধুবাদ।পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু গল্প নিয়ে এবারের পুরো আয়োজন।
আশা করছি, বিচিত্র ভাবনার, বহুমুখী এসব খুদে গল্প আপনাদের ভালো লাগবে।শুধু জায়গার অভাবে অপ্রকাশিত থেকে গেল আরও কিছু গল্প। সেগুলো প্রকাশিত হবে ছুটির দিনের সামনের সংখ্যায়।বিজয়ী লেখকদের অভিনন্দন। ধন্যবাদ এই বিশেষ আয়োজনের পাঠক ও লেখকদের।
সবাইকে আগাম ঈদ মোবারক।
সেরা গল্পের লেখকেরা পাবেন পুরস্কার
প্রথম সেরা গল্প
তিন হাজার টাকার মুঠোফোন রিচার্জ
দ্বিতীয় সেরা গল্প
দুই হাজার টাকার মুঠোফোন রিচার্জ
তৃতীয় সেরা গল্প
এক হাজার টাকার মুঠোফোন রিচাজ