অনেক তরুণই চুল বড় করে। কেউ বড় করে চলতি ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে, কেউবা তাল মেলাতে না পেরে! সে যা–ই হোক, তাদের লম্বা–ঘন চুল দেখে আশপাশের মানুষের কী প্রতিক্রিয়া হয়, সেটা সম্পর্কে হয়তো অবগত নন তাঁদের অনেকেই। চুলছেঁরা বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের প্রতিক্রিয়াগুলো তুলে ধরার চেষ্টা করল রস+আলো।
লেখা: রাকিব কিশোর

মুরব্বি
পোলাডা বখাটে!
উকুন
আহা, নতুন একটা বাসা পাইলাম!
নাপিত
যাক, একটা কাস্টমার পাইলাম।
ছেলের বাবা
ছেলেটা গোল্লায় গেল।
কাজের বুয়া
ঘরে এত চুল উড়লে রান্ধুম কেমনে?
শিক্ষক
মানুষ হইল না, আফসোস!
তরুণী
সে নিশ্চয়ই কবি।
টাক মাথাওয়ালা
আমারও একদিন এই রকম চুল ছিল।
চুল ব্যবসায়ী
২–৩ কেজি তো হইবই।
চিরুনি ব্যবসায়ী
সবার এ রকম চুল থাকলে ব্যবসাটা ভালোই জমত!
বিজ্ঞাপননির্মাতা
শ্যাম্পুর বিজ্ঞাপনের মডেল হিসেবে খারাপ না।
ছেলের মা
কাটবে কবে?
তরুণ
ছেলেটা কত্ত সুখী, যখন যে রকম ইচ্ছা, সে রকম করে চুলগুলো সাজাতে পারে।
বখাটে ছেলে (পেছন থেকে দেখে)
মেয়েটা কী লম্বা!
পাগল
ভাইজানের কী আরাম! মাথায় রোইদই লাগে না। আইচ্ছা, রাস্তার পিলারটা উডাইয়া যদি তার মাথায় একটা বাড়ি মারি, সে কি ব্যথা পাইব?