
শার্লক বা গেইম অব থ্রোনস সিরিজের ভক্ত আপনি? চাইছেন এসব সিরিজের বিখ্যাত সংলাপগুলো নিজের টি-শার্টেও লেখা থাকুক। কিংবা বাড়ির ছোট্ট মেয়েটির জন্য বানিয়ে নিতে চান ফ্রোজেন ছবিটির রাজকুমারীর ছবিওয়ালা টি-শার্ট। অথবা ভাবলেন, বন্ধুদের সবার পরনে একই রকম টি-শার্ট থাকলে তো দারুণ হয়। বাজারে খুঁজে হয়তো পেলেন না তেমন কোনো টি-শার্ট, কিংবা পেলেও পছন্দ হলো না। চিন্তা নেই, ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারবেন পছন্দের টি-শার্ট।
নিজের নকশা
নিজে নকশা করলেও টি-শার্টটি বানিয়ে নিতে আপনাকে যেতে হবে যাঁরা টি-শার্ট প্রিন্ট করেন তাঁদের কাছে। ঢাকার ফুলবাড়িয়া সুপার মার্কেটের আজান প্রিন্টিংয়ের পরিচালক মো. রানা জানান, তাঁরা মূলত ডিজাইন করা টি-শার্টে প্রিন্ট করে দেন। প্রিন্ট করার জন্য রাজধানীর ফুলবাড়িয়া ছাড়াও চকবাজার, নীলক্ষেত, কাঁটাবনের বিশ্ববিদ্যালয় মার্কেট, আজিজ সুপার মার্কেট, মৌচাক মার্কেট ও মীরপুরের কিছু এলাকায় আসতে পারেন।

নকশা তৈরি করতে পারছেন না। তাতেও সমস্যা নেই। আইডিয়াকে নকশায় রূপ দেওয়ার জন্য আছে নানা প্রতিষ্ঠান। তারা আইডিয়া শুনে নকশা তৈরি করে টি-শার্ট বানিয়ে দেবে। ঢাকার ইস্কাটনে অবস্থিত কনসেপ্ট কমিউনিকেশন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শরীফুল শাওন জানান, ব্যক্তিগত এবং বিভিন্ন অনুষ্ঠানের টি-শার্ট ডিজাইন করে দেওয়াসহ প্রিন্টিংয়ের কাজ করেন তাঁরা। কেউ যদি ডিজাইন তৈরি করে নিয়ে আসেন অথবা কোনো আইডিয়া নিয়ে আসেন তাহলে সেই আইডিয়া দিয়ে তাঁরা টি-শার্ট তৈরি করে দেন।
অনলাইনে ডিজাইনার
ফেসবুক বা ওয়েবসাইটের মাধ্যমেও টি-শার্ট অর্ডার দিতে পারেন। অনলাইন নানা প্রতিষ্ঠান টি-শার্ট তৈরি করে দেয়। তেমনি একটি প্রতিষ্ঠান ইটসমি (www.itsme.com.bd)। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মুখপাত্র তৌশিকুর রহমান জানান, ‘আপনার তৈরি করা ডিজাইনটি আমাদের ওয়েব, মেইল কিংবা ফেসবুকে পোস্ট করে আমাদের জানাতে হবে। ব্যক্তিগত থেকে শুরু করে করপোরেট অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানসহ যেখানে টি-শার্টের ব্যবহার আছে সব ক্ষেত্রেই আমরা টি-শার্ট তৈরি করে দিই।
খরচ
শুধু টি-শার্টে প্রিন্ট করাতে চাইলে স্ক্রিনপ্রিন্টে প্রতিটি রঙের জন্য আলাদা করে খরচ পড়বে। প্রতি রঙের স্ক্রিন প্রিন্টের জন্য ৫ থেকে ১০ টাকার মতো খরচ হয়। এ ছাড়া কাপড়সহ অন্যান্য খরচ ক্রেতাকে দিতে হবে।
আর যদি চান পুরো টি-শার্টের জন্য একবারেই টাকা দেবেন, সেটাও সম্ভব। এ ক্ষেত্রে টি-শার্টপ্রতি ১০০-৬০০ টাকার মতো পড়বে। সংখ্যায় বেশি অর্ডার দিলে খরচ কমে আসবে।
সাধারণত এক থেকে তিন দিনের মধ্যেই তৈরি টি-শার্ট দিয়ে দেওয়া হয়।