টিএমএসএস নেবে ৭৬৭ জন কর্মী
টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যেটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি ভিন্ন ভিন্ন পদে ৭৬৭ জন কর্মী নিয়োগ করবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। টিএমএসএস পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) শাহজাদি বেগম জানান, টিএমএসএস নারীদের নিয়ে কাজ করে বলে নিয়োগের ক্ষেত্রেও তাঁরা নারীদের প্রাধান্য দেবেন। তবে নারী-পুরুষ যে-কেউ এই ছয়টি পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আবেদনের যোগ্যতা:
সহকারী পরিচালক পদে যে দুজনকে নেওয়া হবে, তাঁদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রকল্প প্রস্তাবনা, কনসেপ্ট পেপার, প্রেজেন্টেশন পেপার প্রস্তুতে কমপক্ষে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ পরিকল্পনা প্রণয়ন, সংস্থার আর্কাইভ ডেভেলপমেন্টসহ ওয়েবসাইট প্রস্তুত ও আপডেটিংয়ের কাজ করতে হবে। অঞ্চলপ্রধান পদে যে ৫০ জনকে নেওয়া হবে, তাঁদের স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রির পাশাপাশি কমপক্ষে চারটি শাখা পরিচালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অডিট অফিসার পদে প্রয়োজনীয় ১৫ জনের বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার পরিচালনা জানা থাকলেই হবে। শাখা হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে ২০০ জনকে। বাণিজ্যে স্নাতক বা বিবিএ (ফিন্যান্স) ও কম্পিউটার জানা থাকতে হবে শাখা হিসাবরক্ষক পদে আবেদনে আগ্রহীদের। কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য এইচএসসি সমমানসহ ন্যূনতম ছয় মাসমেয়াদি কম্পিউটার ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়া তাঁদের টাইপিং স্পিড ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ হতে হবে। সবচেয়ে বেশি ৫০০ জন নেওয়া হবে ফিল্ড সুপারভাইজার পদে। এই পদে আবেদনের জন্য কমপক্ষে স্নাতক বা সমমানর দেওয়া হবে।
বয়সসীমা:
সহকারী পরিচালক পদে আবেদনকারীদের জন্য বয়সসীমা ৪৫ বছর ও অঞ্চলপ্রধান পদের জন্য বয়সসীমা ৪০ বছর। এ ছাড়া অন্য পদের জন্য বয়সসীমা ৩৫ বছর।
বেতন-ভাতা:
সহকারী পরিচালক পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। তাঁরা শিক্ষানবিশকালে ২৯,৭০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩৬,৬৩০ টাকা বেতন পাবেন। অঞ্চলপ্রধান পদে নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২৪,৩৭৬ টাকা দেওয়া হবে। অডিট অফিসাররা শিক্ষানবিশকালে ১০,২০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৩,০৫৬ টাকা পাবেন। শাখা হিসাবরক্ষক শিক্ষানবিশকালে পাবেন ১২,৮৮০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে পাবেন ১৪,৩৯২ টাকা। কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা শিক্ষানবিশকালে পাবেন ৮,৪৪০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে পাবেন ১০,৭৫২ টাকা। সর্বশেষ ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশকালে ১১,৪৪০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১২,৮৪৮ টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেককেই সিটি করপোরেশনের ক্ষেত্রে মূল বেতনের ৪০% ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ নিজ হাতে লিখিত আবেদনপত্র পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫ পশ্চিম কাজীপাড়া মিরপুর-১০, ঢাকা-১২১৬ বা টিএমএসএস, ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি বাবদ সহকারী পরিচালক পদের জন্য ৫০০ টাকা এবং অন্য পদগুলোর জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক, টিএমএসএস শাখা, নওদাপাড়া, বগুড়া অনুকূলে অথবা সংস্থার যেকোনো শাখা, অঞ্চল, জোন, ফাউন্ডেশন অফিস ও হেড অফিস থেকে গ্রহণকৃত মানি রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। খামের ওপর পদ ও জেলার নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে এসএমএস বা ইন্টারভিউ কার্ড ইস্যুর মাধ্যমে জানানো হবে। পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এ ছাড়া যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া www.tmss-bd.org ঠিকানায় গিয়ে সব তথ্য পাওয়া যাবে।