ডিপ ফ্রিজের খোঁজ

বাজারে আছে এমন নানা রকমের ডিপ ফ্রিজ। ছবি: অধুনা
বাজারে আছে এমন নানা রকমের ডিপ ফ্রিজ। ছবি: অধুনা

ঈদুল আজহার আগে অনেককেই দেখা যায় ডিপ ফ্রিজ কিনতে। এ সময় নতুন ডিপ ফ্রিজও যেমন বাজারে আসে, তেমনি নানা রকম ছাড় এবং উপহারও থাকে ক্রেতাদের জন্য। ঢাকার পান্থপথে এলজির একটি দোকানের ব্যবস্থাপক মো. এনামুল হক বলেন, ঈদের এ মৌসুমে অন্যান্য সময়ের চেয়ে ডিপ ফ্রিজ বিক্রি তুলনামূলক বেশি হয়। ফ্রিজের আকার ও ধারণক্ষমতার ওপর নির্ভর করে দাম। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে নানা ব্র্যান্ডের ডিপ ফ্রিজের দাম তুলে ধরা হলো।

ট্রান্সটেক
১০০ লিটার ধারণক্ষমতার ডিপ ফ্রিজের দাম ২৩,৯০০ টাকা। তবে এখন ৫০০ টাকা ছাড় আছে। ১৫০ লিটার ২৮,৬৯৫ টাকা, ছাড় ৫০০ টাকা। ২০০ লিটার ৩৩,৬৪৫ টাকা, ছাড় ১,০০০ টাকা। ২১২ লিটার ৩৩,৯০০ টাকা, ছাড় ৫০০ টাকা।
ওয়ার্লপুল
২৪৫ লিটার ৫৪,৯০০ টাকা, ঈদ উপলক্ষে থাকছে ৫০০ টাকা ছাড়। ৩৪৫ লিটার ৬৩,৯০০ টাকা, এতে থাকছে ১০০০ টাকা ছাড়।

সিঙ্গার

বিডি–২১৫জিএল মডেলের ডিপ ফ্রিজ ৩০,১৫০ টাকা। এইচএস ১৯৫সি ২৬,৪০০ টাকা। এইচএস ৩৯০সি ৩৭,০০০ টাকা। ২০৫ লিটার ২৮,৫০০ টাকা ও ১৩৮ লিটার ২৪,০০০ টাকা।

্যাংগস

৫ ঘনফুট (সিএফটি) ডিপ ফ্রিজের দাম ২২,৯০০ টাকা। ৭.৫ সিএফটি ২৫,৯০০ টাকা। ৭ সিএফটি (গ্লাস ডোর সি​েস্টম) ২৯,১০০ টাকা। ১০ সিএফটি ৩০,৯০০ টাকা। ১০ সিএফটি ৩৪,২০০ টাকা (গ্লাস ডোর সিস্টেম)। ঈদ উপলক্ষে এসব ফ্রিজেও থাকছে নানা ছাড় ও উপহার।

ওয়ালটন

ওয়ালটন ১২৩ লিটার দাম ২১,২০০ টাকা। ১৪৫ লিটার ২৩,১১২ টাকা। ২০৫ লিটার ২৬,০০০ টাকা। ৩০০ লিটার ৩২,২০০ টাকা। ওয়ালটনের ডিপ ফ্রিজ কিস্তিতে কেনার সুবিধা আছে।

বাটারফ্লাই

এ ব্র্যান্ডের ইকো প্লাস ৩১০ লিটারের ডিপ ফ্রিজের দাম ৩৮,৩৬৫ টাকা। ২৫২ লিটার ৩৪,৬৮৫ টাকা। ১৯৯ লিটার ২৮,৯৩৫ টাকা। ১৭৫ লিটার ২৮,০১৫ টাকা। ১৪৫ লিটার ২৬,৮৬৫ টাকা। ১২০ লিটার ২৫,৭১৫ টাকা। ঈদ উপলক্ষে প্রতিটিতেই আছে ৯৯০ টাকা ছাড়।

এলজি

২৯৫ লিটার ৪৫,২৬৫ টাকা। ১৯৮ লিটার ৩৯,০০০ টাকা। ১৪১ লিটার ৩৩,১৯০ টাকা।

ইলেক্ট্রা

১০০ লিটার ১৭,৮০০ টাকা। ১৬৫ লিটার ২৩,৪০০ টাকা। ১৮০ লিটার ২৫,৬০০ টাকা। ২০০ লিটার ২৬,৮০০ টাকা। ২৩০ লিটার ২৯,৮০০ টাকা। ডিপ ফ্রিজগুলোতে ৫০০ থেকে ৩,০০০ টাকা ছাড় ও প্রতিটির সঙ্গে একটি করে ইস্তিরি বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

মাইওয়ান

৩০০ লিটার ৩৫,৯০০ টাকা। ২০০ লিটার ৩০,৭০০ টাকা। ১৫০ লিটার ২৬,৯০০ টাকা। সঙ্গে আছে উপহার।

কাডিকা

১০৮ লিটার ২৫,০০০ টাকা। ১৮০ লিটার ৩২,০০০ টাকা। ২৩০ লিটার ৩৭,০০০ টাকা। ২৬০ লিটার ৪০,৫০০ টাকা। ৩২০ লিটার ৪৭,০০০ টাকা। ৪২০ লিটার ৬৫,০০০ টাকা।

কোথায় পাবেন

রাজধানী ঢাকায় বিভিন্ন ব্র্যান্ডের দোকানসহ স্টেডিয়াম মার্কেট, মোহাম্মদপুরের তাজমহল রোড, মিরপুর রোড, পান্থপথসহ বিভিন্ন জায়গায় ডিপ ফ্রিজ পাওয়া যায়।