ঢিলেঢালা কাফতানে ফুরফুরে ভাব

গরমে ফ্যাশন মানেই সবার আগে ভাবতে হয় স্বস্তির কথা। মডেল : শ্রাবণী ও মাহেলিকা. পোশাক: ক্লাব হাউস
ছবি : সুমন ইউসুফ

ঢিলেঢালা অথচ স্টাইলিশ, এমন ড্রেসের কথা উঠলেই সবার আগে মাথায় আসে কাফতানের নাম। গরমে ফ্যাশন মানেই সবার আগে ভাবতে হয় স্বস্তির কথা। এবারের ঈদে বিশেষ এই পোশাক বেশ কদর পেয়েছে ফ্যাশন সচেতন মেয়েদের কাছে।

নানা বয়স ধরে করা হয়েছে কাফতানের নকশা। পোশাক: সারা লাইফস্টাইল
ছবি : সুমন ইউসুফ

প্যান্ট কাটের পায়জামার সঙ্গে যেমন পরা যায়, তেমনি জিনস কিংবা লেগিংস দিয়েও পরা যায় এই কাফতান। এ কারণেই শুধু কিশোরী-তরুণীরাই নন, মাঝবয়সীরাও পরতে পারবেন কাফতান। নানা বয়স ধরে সেভাবেই করা হয়েছে কাফতানের নকশা। নিয়মিত ঝুলের পাশাপাশি মাঝারি আর টিনএজারদের জন্য ছোট ঝুলের কাফতানও আছে।

কাফতানে ছাটেও আছে ভিন্নতা। পোশাক : অরণ্য
ছবি : সুমন ইউসুফ

ঈদসন্ধ্যার জমকালো পার্টিতে পরার জন্য বেছে নিতে পারেন ফ্লোর ঝুলের কাফতান। কাপড়টা হতে পারে শিফন কিংবা জর্জেট। এ ছাড়া সুতি, ভিসকস ও সিল্ক খুব চলছে। দিনের বেলার অনুষ্ঠানে পরতে পারেন হালকা কাজের ছোট ঝুলের কাফতান। রয়েছে বিভিন্ন ধরনের কাট। সার্কেল, অফ শোল্ডার, বাটারফ্লাই, ড্রেপ, ওপেন শোল্ডার কাফতান। ডিপ ভি নেক বা গোল গলার কাফতান বেছে নিতে পারেন, গরমে আরাম মিলবে।