তোমাকে খুব ভালোবাসি

‘আমরা সবাই মাকে খুব ভালোবাসি। কিন্তু এ কথাটি অনেকেরই বলা হয়ে ওঠে না। এবার ভালোবাসা দিবসে আমি মাকে বলব, মা, আমি তোমাকে খুব ভালোবাসি।’ বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি জাহিদুল ইসলাম তুষার।
এ ব্যাপারে আরেকটু সংযোগ করেছেন ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীন নাহার। তিনি বলেছেন, ‘মাকে তো বলবই। পাশাপাশি আরেকজনকেও বলব, তোমাকে ভালোবাসি, ভালোবাসি।’
একটা সিদ্ধান্তে আসি। আমরা বন্ধুসভা জাতীয় পর্ষদের পক্ষ থেকে দেশ-বিদেশের বন্ধুদের কাছে প্রস্তাব রাখছি, ‘মা, তোমাকে খুব ভালোবাসি’ এ কথাটি বলে যেন ভালোবাসা দিবসটি উদ্যাপন করি। আর তানভীনের মতো বলার সুযোগ তো খোলা থাকছেই...।
গতকাল সংসদ ভবনের পেছনের রাস্তা দিয়ে আসতে আসতে কোকিলের ডাক কানে এল। ফুল ফুটুক আর না ফুটুক কাল বসন্ত। ফুল ফুটবে না কেন, বন্ধুদের খোঁপায় খোঁপায় থাকবে ফুল। হলুদ পাঞ্জাবি আর শাড়িতে ছেয়ে যাবে পথঘাট। বসন্তকে বরণ করছে অনেক বন্ধুসভা। আগামীকাল বিকেলে ড্যাফোডিল বন্ধুসভা আয়োজন করেছে বসন্তবরণ অনুষ্ঠানের।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’। এই গানটি আমরা একসঙ্গে গাইতে চাই। একই সময়ে। সময়টি হচ্ছে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে। দেশে-বিদেশে যে যেখানে থাকব ওই সময়ে একুশের গানটি আমরা গাইব। এ ব্যাপারে মতামত জানতে চাইলাম জাতীয় পর্ষদের সহসভাপতি জান্নাতুল বাকের নন্দনের কাছে। বিষয়টি শুনে তিনি বললেন, ‘অসাধারণ, অসাধারণ!’