তোমাকে আর কখনো পাব না...

জানি তোমাকে আর পাব না। চিরদিনের জন্য তুমি পর হয়ে গেছ। কিন্তু এই মন থেকে নয়। তোমার ভালোবাসাই আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। অথচ আজ তুমিই নেই। একটা সময় ছিল তোমার ফোন আর মেসেজে বিরক্ত হতাম, আর তুমি বলতে যখন আমি থাকব না, তখন বুঝবে কী ছিলাম। এখন আমি ঠিকই বুঝি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আমাদের সম্পর্কটা মাত্র চার মাসের। এ কদিনে যে তোমাকে এতটা ভালোবেসে ফেলব, সেটা আমি ভাবিইনি। জানি না আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে কি না। তোমাকে দেওয়ার জন্য মেলা থেকে কেনা গিফট আর দেওয়া হলো না। জানি না এটা তোমাকে দিতে পারব কি না। আমার ভাগ্য তোমাকে চিরতরে পর করে দিল। আমার দিন হয়তো আড্ডাবাজি করে কেটে যাবে। তুমি স্বামী-সংসার নিয়ে ভালো থাকো, দোয়া করি। তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, এখনো বাসি।

নাম প্রকাশে অনিচ্ছুক

ভৈরব