তোমার জন্য

সেদিন তোমাকে একটা চকলেট দিয়েছিলাম, তুমি সেটা হাতে নিয়ে বারবার উল্টেপাল্টে দেখলে। এরপর তোমার ওই ছোট্ট সুন্দর হাসিটা হেসে আমার দিকে এমনভাবে তাকালে, দেখে আমার মনে হয়েছিল, এই তোমার জন্য আমি সব করতে পারি। কেননা, তোমাকে আমি অনেক ভালোবাসি। শুধু বলতে পারি না ভয়ে। জানো, মাঝেমধ্যে মনে হয়, তুমি না থাকলে আমি বোধ হয় মরেই যাব। তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারো; বিশেষ করে, আমার অসুখ হলেই তুমি সব কাজ রেখে আমার পাশে বসে থাকো। এ জন্য মাঝেমধ্যে আমার ভালোই লাগে। মনে হয়, এভাবে সারা বছর অসুস্থ থাকলেই ভালো হতো, তোমাকে কাছে পেতাম। এ কথা বলে যে তোমার কত বকা শুনেছি। আমার একটা বাজে অভ্যাস আছে, পরীক্ষার সময় নিজ হাতে ভাত খেতে পারি না, হাত কাঁপে। তোমার তখন আরও একটা কাজ বেড়ে যায়—শুধু আমার জন্য। যে তুমি আমার জন্য এত করছ, সেই তোমার জন্য আমি আমার সবটুকু কাজে লাগাব। তোমাকে সুখে রাখতে চাই, মা। অন্যদের চেয়ে অনেক সুখে। সে জন্য আমাকে অনেক বড় হতে হবে। আমি তোমার জন্য বড় হব মা, অনেক বড়।হাবিবা আক্তার, জয়নগর, নেত্রকোনা।