দেয়ালিকা আর দেয়ালিকা

বন্ধুদের আগেই অভিনন্দন জানাই। যারা দেয়ালিকা বের করেছে। ১৯ আগস্ট ছিল দেয়ালিকা প্রকাশের দিন। সারা দেশে একটা সাড়া পড়ে গিয়েছিল। অনেক সময় নিয়ে, অনেক প্রস্তুতি নিয়ে বন্ধুরা দেয়াল পত্রিকা বের করেছে। দেয়াল পত্রিকার সঙ্গে যেসব বন্ধু সংশ্লিষ্ট ছিল, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই।

ভৈরব বন্ধুসভা শুধু দেয়াল পত্রিকা বের করে বসে থাকেনি। তারা বিভিন্ন কলেজে সেটা প্রদর্শনের ব্যবস্থাও করেছে। যে কলেজগুলোতে তারা গিয়েছে, সেখানকার শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা দেয়ালিকা পড়ে মন্তব্য লিখেছে। কেউ কেউ দেয়ালিকার পছন্দের কবিতা টুকেও নিয়েছে।

২৭ আগস্ট পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে ২৯টি বন্ধুসভার দেয়ালিকার ছবি। এ সংখ্যা নিশ্চয় আরও বাড়বে। বেশ কয়েকটি দেয়ালিকার ছবি বন্ধুসভার এ সংখ্যায় ছাপা হলো। এ ক্ষেত্রে দেয়ালিকার গুণ-মান বিচার করার সুযোগ আমাদের ছিল না। ছিল শুধু ভালো মানের ছবি নির্বাচন করা। সে দৃষ্টিকোণ থেকেই দেয়ালিকার ছবি ছাপা হলো। বাকি দেয়ালিকার ছবিগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া হলো। যেসব বন্ধুসভা দেয়ালিকা প্রকাশ করেছে, সেসব বন্ধুসভার নাম নিচে দেওয়া হলো।

চাঁদপুর, নোয়াখালী, টাঙ্গাইল, খুলনা, রংপুর, লালপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, গাইবান্ধা, সরিষাবাড়ী, বরগুনা, দিনাজপুর, বগুড়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভৈরব, ফরিদপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম, নওগাঁ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, আনন্দমোহন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ