দেয়ালিকা ও কবিতা পাঠ

আগামী ১৯ আগস্ট সারা দেশে একসঙ্গে বের হচ্ছে দেয়ালপত্রিকা। জেলা, উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং এলাকাভিত্তিক বন্ধুসভাগুলো এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। প্রতিটি বন্ধুসভার সাহিত্য সম্পাদকের নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হবে। বন্ধুসভার বন্ধুদের লেখা নিয়ে এ দেয়ালপত্রিকা প্রকাশিত হবে। দেশের সমস্ত বন্ধুসভা বাধ্যতামূলকভাবে দেয়ালিকা প্রকাশ করবে।

দেয়ালিকা বের করার পর প্রত্যেক দেয়ালিকার খবর বন্ধুসভার ফেসবুক পেজে দিতে হবে। বন্ধুসভার পাতায় এ খবর আমরা প্রকাশ করব।

এবারই প্রথম আমরা সিদ্ধান্ত নিলাম, সারা দেশে একসঙ্গে দেয়ালিকা হবে। এ রকম আমরা প্রতিবছরই করতে চাই। প্রতিবছর আগস্টেই এটি হতে পারে।

আমরা আশা করছি, বন্ধুসভার সবাই দেয়ালিকা প্রকাশের ক্ষেত্রে সাহিত্য সম্পাদককে সহযোগিতা করবেন।

আমাদের বন্ধুসভাগুলোর মধ্যে অনেকেই কবিতা লেখেন। সেই কবিদের জন্য একটি সুখবর আছে। আমরা আগামী ১২ আগস্ট আয়োজন করতে যাচ্ছি কবিতা পাঠের আসরের। এটি হবে ঘরোয়া আসর। এই আসরে কবিবন্ধুরা কবিতা পাঠ করবেন। উপস্থিত সবাই ম​েনাযোগ দিয়ে শুনবেন এবং সব শেষে হবে পঠিত কবিতার ওপর আলোচনা।

১২ তারিখের এ আসরে অংশ নিচ্ছে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও শরীয়তপুর বন্ধুসভা। ওই একই তারিখে অন্য যেকোনো বন্ধুসভা কবিতা পাঠের আসরের আয়োজন করতে পারে।

কবিতা পাঠের সংবাদ আমরা ফেসবুক পেজ ও বন্ধুসভার পাতায় প্রকাশ করব। তাই সংশ্লিষ্টদের অনুরোধ করছি নির্দিষ্ট সময়ের মধ্যে সংবাদ পাঠানোর।

 সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ