নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বন্ধুরা
২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বন্ধুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার বন্ধুদের কাছে ২ এপ্রিল বিকাল হয়ে উঠেছিল নানা রঙে বর্ণিল। নবীনবরণ, দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও কতকিছু! ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটায়। অনুষ্ঠানের শুরুতে নবীনদের বরণ করে নেওয়া হয়। লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার প্রকাশিত প্রতিধ্বনির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক মো. আফতাব আলী শেখ। উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক। লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার সভাপতি সাইমন আলম মাসুম পুরোনো কমিটির এক বছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন এবং নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, রম্যনাটিকা, কবিতাসহ নানা আয়োজনে পরিপূর্ণ ছিল এই পর্ব। এ ছাড়া গত বছরের নির্বাচিত সেরা কর্মীকে পুরস্কৃত করা হয়। ইনস্টিটিউটের নবীনদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মিল্লাত হাসান ও সাধারণ সম্পাদক ওয়ারিসুল মিরাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সহসভাপতি ফয়েজ আলম।