নানা সময়ে বিয়ের সাজ

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে কনের সাজে। কখনো ভারী গয়না, কখনো হালকা মেকআপ, কখনো বা চুলের স্টাইলে। এই পরিবর্তন দেখে নেওয়া যাক তারকাদের বিয়ের সাজের মধ্য দিয়ে। বিপাশা হায়াতওড়নায় সোনালি সুতার জমকালো কাজের প্রাধান্য ছিল।তানিয়াচোখে উজ্জ্বল আইশ্যাডো, মিলিয়ে একই রঙের লিপস্টিক এবংগালে ভারী ব্লাশ-অনের চল ছিল। তখন গলার গয়না হিসেবে চোকার নেকলেস পরতেন অনেকেই।মিথিলামাথায় মুকুট, টিকলি, ঝাঁপটা পরার প্রচলন ছিলবেশ।নাদিয়াসোনার গয়নায় নানা রঙের পাথর ব্যবহারের চল ছিল।আনিলাছিমছাম সাজে ফুলের প্রাধান্য।তিশাবিয়ের শাড়ি হিসেবে বেনারসির বাইরে অন্যান্য শাড়ির প্রচলন শুরু। অভিনয়শিল্পী তিশা বিয়েতে বেছে নিয়েছিলেন সাদা রঙের শাড়ি। গয়নার সঙ্গে মেকআপ ছিল হালকা।তাহসিনএ বছরের অনেক বিয়েতেই কনে বেছে নিয়েছেন ভিন্নধর্মী চুলের স্টাইল।