নিজেদের ব্র্যান্ড তৈরির পথে ওপাল

ওপাল ফ্যাশন ওয়্যারের প্রতিষ্ঠাতা রুবাইয়া জহির
ছবি: সংগৃহীত

প্রি-অর্ডার নিয়ে পণ্য আমদানি। এরপর অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি। এভাবেই ব্যবসা শুরু করেন রুবাইয়া জহির। এটা ২০১৩ সালের কথা। রুবাইয়া জহির বলেন, তখন নিতান্তই শূন্য হাতে ওপাল ফ্যাশন ওয়্যার শুরু করেছিলেন।

অনলাইন প্ল্যাটফর্মে শুরু হলেও ওপাল ফ্যাশনের ব্যবসা এখন শুধু অনলাইনেই সীমাবদ্ধ নেই। আমদানি করা পণ্য বিক্রির পাশাপাশি নিজেরাও ফ্যাক্টরি গড়ে তুলেছে।অনলাইনে ব্যবসা শুরুর তিন বছরের মাথায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে ওপাল ফ্যাশন ওয়্যার নিজেদের শো-রুম খোলে। রুবাইয়া বলেন, খুব শিগগিরই ধানমন্ডিতে ওপাল ফ্যাশনের দ্বিতীয় শো-রুম চালু হবে।

আধুনিক নারীদের ফ্যাশনের চাহিদা পূরণ ওপালের লক্ষ্য
ছবি: সংগৃহীত

মূলত নারীদের ব্যবহারের পণ্যই বিক্রি করে ওপাল ফ্যাশন ওয়্যার। সব বয়সী নারীদের জন্যই ওপালের রয়েছে নানা রকম পণ্য। আধুনিক নারীদের ফ্যাশনের চাহিদা পূরণ করা ওপালের লক্ষ্য বলে জানালেন এর প্রতিষ্ঠাতা রুবাইয়া।

রুবাইয়া জহির বলেন, একটা সময় শুধু আমদানি করা পণ্য বিক্রি করলেও বর্তমানে ওপাল নিজেই নিজের পণ্য উৎপাদন করছে। ওপালের নিজস্ব ব্র্যান্ডের পণ্যও এখন থেকে পাওয়া যাবে। ক্রেতার আস্থার প্রতি সম্মান রেখে নিজের ব্যবসা আরও এগিয়ে নিতে চান তিনি।