পল্লী মঙ্গল কর্মসূচি নেবে ৬৫০ জন

পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদে ৬৫০ লোক নিয়োগ করা হবে। এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ২৪ এপ্রিল প্রথম আলোর ১৭ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে।

ব্রাঞ্চ ম্যানেজার ৫০ জন: এই পদের জন্য প্রার্থীকে স্নাতকোত্তর বা স্নাতক অথবা সমমান (১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)।

বেতন: শিক্ষানবিশকালে ১৯ হাজার ৫০০ টাকা, স্থায়ীকরণের পর সাকল্যে ২৪ হাজার ২০১ টাকা (পিএফসহ)। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় স্নাতকোত্তর উত্তীর্ণদের সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছর এবং স্নাতক উত্তীর্ণদের সমপর্যায়ের পদে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। কম্পিউটার পরিচালনায় সাধারণ ধারণা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৩০ এপ্রিল পর্যন্ত)।

ক্রেডিট অফিসার ২০০ জন: স্নাতকোত্তর অথবা সমমান (১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)।

বেতন: শিক্ষানবিশকালে ১৫ হাজার টাকা, স্থায়ীকরণের পর সাকল্যে ১৮ হাজার ৭০০ টাকা (পিএফসহ)। কম্পিউটার পরিচালনায় সাধারণ ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৩ বছর। (৩০ এপ্রিল পর্যন্ত)।

ফিল্ড অফিসার ২০০ জন: স্নাতক অথবা সমমান (১টির বেশি ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)।

বেতন: শিক্ষানবিশকালে ১৩ হাজার ৫০০ টাকা, স্থায়ীকরণের পর সাকল্যে ১৬ হাজার ৭৭১ টাকা (পিএফসহ)। অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং ২২ বছরের কম নয়। (৩০ এপ্রিল পর্যন্ত)।

ফিল্ড অফিসার ২০০ জন:              ন্যূনতম এইচএসসি/সমমান (কমপক্ষে ২য় বিভাগ/জিপিএ ২.৫০)।

বেতন: শিক্ষানবিশকালে ১২ হাজার ৫০০ টাকা, স্থায়ীকরণের পর সাকল্যে ১৫ হাজার ৮০ টাকা (পিএফসহ)।          অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং ২২ বছরের কম নয়। (৩০ এপ্রিল পর্যন্ত)।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে প্রশিক্ষণকালীন এক মাস খাবার এবং পকেট খরচ বাবদ ছয় হাজার টাকাসহ একক আবাসন সুবিধা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ছয় মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। ছয় মাস শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতনকাঠামোভুক্ত করাসহ পিএফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বছরান্তে অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতিবছর ১০ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, প্রতি দুই বছর পরপর বেতন রিভিউ এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ৩টি দূরত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীর জীবনবৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, ১ নম্বর পদের জন্য অভিজ্ঞতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক বা নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে), কনকর্ড আর্কেডিয়া শপিং মল, ৬ষ্ঠ তলা (উত্তর পার্শ্বে), প্লট: ১ এবং ২, রোড: ৪, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫ এই ঠিকানায় ১১ মের মধ্যে আবেদনপত্র প্রেরণের জন্য বলা হয়েছে।

আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধু বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য আহ্বান করা হবে।

দুই নম্বর ২ পদের প্রার্থীরা ৫ মে, তিন নম্বর পদের প্রার্থীগণ ১৯ মে এবং চার নম্বর পদের প্রার্থীগণ ২৬ মে সকাল ৯টায় প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে), পিএমকে ভবন, জিরাব, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আবেদনপত্রসহ উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে।

শর্তাবলি: সাক্ষাৎকারের সময় সব মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ সব পদের জন্য ২০০ টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করতে হবে।

বিস্তারিত জানতে www.pmk-bd.org