প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা
ছবি: সংগৃহীত

ঢাকার প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো ২ অক্টোবর। ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধনের প্রথম অধিবেশনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের দেশে উন্নতির তুলনায় শিক্ষার মান কিছুটা পিছিয়ে আছে। এই জায়গাতে কাজ করতে হবে। আমি আশা করব, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কাজ করবে। কারণ, প্রতিযোগিতামূলক পৃথিবীতে যোগ্যতা দিয়েই টিকে থাকতে হয়।’

অনুষ্ঠানে ‘স্বাস্থ্যক্ষেত্রে সামাজিক অংশগ্রহণ: কোভিড-১৯–এর শিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সার্ভিসেসের (বিইউএইচএস) প্রতিষ্ঠাতা উপাচার্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লিয়াকত আলী।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল বলেন, ‘আমরা প্রাইমএশিয়াকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে উচ্চশিক্ষা দানের সুযোগ করে দিতে চাই।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আবদুল মোমিন চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।