ফুলকলি

.
.

ফুল ফুটেছে চাঁদ উঠেছে রক্তমাখা লাল
সন্ধ্যারাগে মন্দা হাওয়া আজ অশুভ কাল

ফোটার আগেই পড়ছে ঝরে ফুলের কলি সব
নেই বাগানে ঘুম-ভাঙানো পাখির কলরব

পথের ওপর পাপড়ি-ছেঁড়া শুভ্র ফুলের লাশ
জুতোর নিচে পিষ্ট হয়ে কাঁদছে সবুজ ঘাস
ভাঙছে কারা মটাশ করে নরম কচি ডাল
শুকনো মরা গাছগাছালি বড়ই করুণ হাল
চাঁদের হাসি রাশি রাশি ফুলকলি নিষ্পাপ
তেপান্তরে আসলো নেমে এ কোন অভিশাপ
শিশুর জন্য নয় নিরাপদ আজকে মায়ের পেট
হায়রে খুনি আজব দেশে তুই যে হিরো গ্রেট
হাজার রকম নিষ্ঠুরতার ভয়াল প্রদর্শন
হারিয়ে গেল চিরতরে কোন অভাগার ধন
দৃষ্টি চোখের বৃষ্টি হয়ে করছে প্রতিবাদ
দুমড়ে ফেলা হচ্ছে মেলা পুষ্পিত আহ্লাদ
পাতাল থেকে উঠে আসে লোমশ কালো হাত

নেকড়েগুলোর চিত্কারে হয় দীর্ঘতর রাত

অশুভ রাত হোক অবসান আসুক নতুন ভোর
বাগান ছেড়ে যাক পালিয়ে দুষ্ট গোলাপখোর।