বরেন্দ্রর বর্ণিল আয়োজন

সংগীত পরিবেশন করেন শেখ সেমন্তি
সংগীত পরিবেশন করেন শেখ সেমন্তি

মার্চের শেষ প্রান্তিকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার মাস উদ্যাপন করলাম আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার বন্ধুরা। আনন্দভরা জমকালো অনুষ্ঠানে সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। গত ৩০ মার্চ বেলা আড়াইটায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ইসরাত জাহান রিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর তারিক সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আকরাম হোসেন, ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়া।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় বন্ধুদের দলীয় পরিবেশনা
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভায় বন্ধুদের দলীয় পরিবেশনা

অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন ২০১৪-১৫ সেশনের সভাপতি অমিয় খান, সাধারণ সম্পাদক মুরাদ সরকার, সহসভাপতি সাজেদুল ইসলাম, অর্থ সম্পাদক মোবাসসেরিনা মিতু, নারীবিষয়ক সম্পাদক তাফসিয়া তাহসিন, সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক তানজিলা চৌধুরী, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জারিন তাসনিম।
২০১৫-১৬ সেশনের সাধারণ সম্পাদক ফাতিহা আলম, সহসভাপতি আসেফ ইকতিদার, সাংগঠনিক সম্পাদক তানজিলা মৌ এবং দপ্তর সম্পাদক সাঈদ ইফতেখার রেজা। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে যন্ত্রের তালে তালে আধুনিক গান পরিবেশন করেন প্রভাষক শেখ সেমন্তী, ফয়সাল ইমরান। বন্ধুসভার সদস্য রনি, বৃষ্টি, অনিক এবং দেব গান গানে মাতিয়ে রাখে অনুষ্ঠানে উপস্থিত সব দর্শক-শ্রোতাকে। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার বর্তমান সাধারণ সম্পাদক সাবিরা রহমান লিমু এবং দুর্যোগ, ত্রাণ সম্পাদক সিফাত ও সদস্য কারিশমা ও বাপ্পি।