
সাইমন সাদিক চলচ্চিত্র অভিনয়শিল্পী। বাবা, সাদেকুর রহমান পেশায় ব্যবসায়ী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের পোশাক...
সাইমন: জিনস ও টি-শার্ট। বিশেষ দিনে স্যুট-প্যান্টও ভালো লাগে।
বাবা: পায়জামা-পাঞ্জাবি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
সাইমন: ভাতের সঙ্গে শুঁটকি। এ ছাড়া ফ্রাইড রাইস ও ফ্রায়েড চিকেন।
বাবা: ভাত, সবজি ও ছোট মাছ। মাঝে মাঝে সবজি-রুটি খেতে ভালো লাগে।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
সাইমন: জীবন সংসার, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, র্যাহনা হ্যায় তেরে দিল মে ও কুচ কুচ হোতা হ্যায়।
বাবা: ওরা ১১ জন, ছন্দ হারিয়ে গেল, অবুঝ মন, সীমানা পেরিয়ে ও সূর্য দীঘল বাড়ী।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
সাইমন: বান্দরবানের পাহাড়, রাঙামাটির কাপ্তাই লেক ও সিলেটের জাফলং।
বাবা: দেশের মধ্যে নদীঘেরা গ্রাম। আর বাইরে গ্রিস ও ডেনমার্কের কোপেন হেগেন।
৫. কাদের গান ভালো লাগে?
সাইমন: নগরবাউল, মাইলস ও এলআরবি ব্যান্ডের গান।
বাবা: আব্দুল জব্বার, আব্বাসউদ্দীন, নীনা হামিদ, ফেরদৌসী রহমান, আশা ভোঁসলে ও
হেমন্ত মুখোপাধ্যায়।
৬. প্রিয় অভিনয়শিল্পী...
সাইমন: সালমান শাহ, মান্না ও শাহরুখ খান।
বাবা: সালমান শাহ, ববিতা, জাফর ইকবাল ও শাকিব খান।
৭. প্রিয় রং...
সাইমন: সাদা ও কালো।
বাবা: নীল ও সবুজ।