বাবাকে নিয়ে লিখুন, পুরস্কার জিতুন

বাবা মানে তপ্ত রোদে শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর। ঝড়ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর।
বাবা, দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন, তাঁর কোনো নির্দিষ্ট দেশ বা গণ্ডি নেই। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই বাবা তাঁর আদর্শ। বাবা হলেন মহানায়ক। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন-সাধের সীমানাও।

বাবা এমনই এক অনুভূতির নাম, তা কেবল তাঁরাই বোঝেন, যাঁরা জেনেছেন বাবা থাকা আর না-থাকার পার্থক্য। অভাব, অভিযোগ বা অনুযোগ—বাবাকে বলা হয় অনেক কথাই। কিন্তু আরও কথা থেকে যায়। যা বলব বলব করে কখনোই বলা হয়ে ওঠে না। কিছুটা অভিমানে, মধ্যবিত্তের সংকোচে, বাকিটা গোপনে—সেই কথাগুলো থেকে যায় নিজের ভেতরে! ইচ্ছা থাকলেও অনেক সময় বলা হয়ে ওঠে না বাবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা কিংবা মুগ্ধতার কথা।

১৯ জুন ‘বাবা দিবস’। এ উপলক্ষে গোদরেজ প্রোটেক্ট ম্যাজিক হ্যান্ডওয়াশ ও প্রথম আলো ডটকম যৌথভাবে করেছে বিশেষ আয়োজন: বাবা, তোমাকে বলা হয়নি...।

এই আয়োজনের অংশ হিসেবে লিখুন বাবাকে নিয়ে। আপনার অমূল্য স্মৃতি, অব্যক্ত অনুভূতি কিংবা না বলা একান্ত গল্প, সর্বোচ্চ ৫০০ শব্দে। সেরা ১০টি লেখা প্রকাশিত হবে প্রথম আলোর অনলাইন সংস্করণে। বিজয়ীদের বাবার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

লেখা পাঠানোর শেষ তারিখ: ১৭ জুন ২০২২।

ফোন নম্বর এবং বাবার সঙ্গে নিজের প্রিয় কোনো মুহূর্তের ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়: [email protected]