বিদ্যুতের দাম বাড়ার পর...

ঠিক করেছি, এখন থেকে ধপ করে একবারে না জ্বলে একটু রয়েসয়ে জ্বলব। বিদ্যুতের দাম বাড়া মানে তো আমার দামও বাড়া।

তাইলে আমিও আগের চেয়ে একটু আস্তে আস্তে ঘুরব। বনবন করে ঘুরতে ঘুরতে মাথা ধরে যায়!

লাভ নাই, ভায়া। দাম বাড়ুক আর কমুক, আস্তে ঘোরো কি শাঁ শাঁ করে ঘোরো, তুমি কোনো দিনই সেলিব্রিটি হইতে পারবা না। যেই ফ্যান আজীবন সেই পাঙ্খাই থেকে যাবা।

এই যে মিস্টার বাল্ব, দাম কিন্তু সবারই বাড়ছে। সো কাউরে খোঁটা দিয়া কথা বলবা না। দুই দিন বাদে যখন ফিউজ হয়ে যাবা, তখন তো কেউ ফিরেও তাকাবে না। তাইলে কিসের এত দেমাগ?

ওয়াও! ফ্রিজ ভাইয়া, আপনি অ্যাত্তগুলা ‘কুল’।

ফ্রিজ: অ্যান্ড ইউ আর সো হট। সরি সরি...আমি আসলে ওইভাবে মিন করি নাই।

আমি কিন্তু তোমার চেয়েও হট আছি। শুধু একটু ছ্যাঁকা দিই, এই যা।

আচ্ছা টিউব ভাই, বলেন তো তড়িৎগতি

মানে কী?

থাক ভাই, আর বুইঝা কাজ নাই। আপনার স্বভাব জীবনেও চেঞ্জ হইব না মিয়া।

তড়িৎগতি মানে হলো ইয়ে...সরি, আমি আসলে প্রশ্নটা ঠিক বুঝতে

পারি নাই।

এই বুঝতে পারছি, বুঝতে পারছি! তড়িৎগতি মানে হলো গিয়ে বিদ্যুতের মতো উচ্চহারে দাম বাড়া, রাইট?