বিনা মূল্যে স্তন ক্যানসার পরীক্ষা

প্রতীকী ছবি
ছবি: পেকজেলসডটকম

স্তন ক্যানসার সচেতনতা দিবস ও মাস উপলক্ষে নারীদের জন্য বিনা মূল্যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। ১০ অক্টোবর নবমবারের মতো পালিত হবে স্তন ক্যানসার সচেতনতা দিবস। এবারের প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’।

এ বছর স্তন ক্যানসার নিয়ে সচেতনতার পাশাপাশি নারীদের স্ক্রিনিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। সহযোগিতায় আছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও আন্তর্জাতিক রোটারি জেলা-৩২৮১।

১ অক্টোবর থেকে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের কর্মসূচি হাতে নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংস্থাটির কার্যালয়ে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। ঠিকানা ৭/৯, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা।

এখানে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক স্তন পরীক্ষা করবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে বিনা মূল্যে। আলট্রাসনোগ্রাম, ম্যামোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা মেডিনোভার সৌজন্যে অর্ধেক খরচে করানো যাবে। তবে এই পরীক্ষাগুলো অসচ্ছল নারীদের বিনা মূল্যে করাচ্ছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট রোগীকল্যাণ তহবিল। স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের প্রধান চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন। গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া নিবন্ধনে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীরা অগ্রাধিকার পাচ্ছেন। তবে সমস্যা মনে করলে কম বয়সী নারীরাও নিবন্ধন করতে পারেন।

নিবন্ধন করা যাবে নানা মাধ্যমে। ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন www. communityoncologybd.org / www.breastcancerforumbd.org ঠিকানায়।

ফেসবুকে নিবন্ধন করতে পারবেন Community Oncology Centre Trust (@coctrust) অথবা Bangladesh Breast Cancer Awareness Forum (@bbcaf.bd) পেজে।

ফেসবুক বা ওয়েবসাইট ছাড়াও এসএমএস করে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য নাম, বয়স, ঠিকানা, মুঠোফোন নম্বর, ই–মেইল (যদি থাকে) লিখে এসএমএস করতে হবে ০১৯৭৭-৫৯১৯০৭ নম্বরে।