
এখন বাদলা দিন। তারপরও শহুরে ব্যস্ত জীবনে কাজের প্রয়োজনে যেতে হয় বাইরে। আবার অনেক ধরনের অনুষ্ঠানও থাকে। তাই এ সময় হালকা মেকআপই হয় মেয়েদের সঙ্গী। কিন্তু হঠাৎ আসা বৃষ্টিতে যদি মেকআপ মুছে যায় তখন! তাই বর্ষার সময় পানিরোধক প্রসাধনীর বিকল্প নেই। মেকআপ বা প্রসাধন করতে হবে বৃষ্টিকে মাথায় রেখে।
প্রতিদিনের অফিস, বিশ্ববিদ্যালয় বা হালকা কোনো কাজে বাইরে যাওয়ার জন্য গাঢ় মেকআপ মানানসই হবে না। রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি বলেন, বর্ষার মেকআপ হতে হবে হালকা ও পানিরোধক। বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের পানিরোধক প্রসাধন সামগ্রী পাওয়া যায়। দিনের বেলায় মুখে ভারী মেকআপ না দিয়ে সানস্ক্রিনের সঙ্গে ফাউন্ডেশন দেওয়া ভালো। চোখে লাগাতে পারেন পানিরোধক কাজল, আই লাইনার ও মাসকারা। আইশ্যাডোর সঙ্গে আই লাইনারটা হতে পারে রঙিন। ঘন মাসকারা ব্যবহারে চোখ দেখাবে আরও সুন্দর। কাজল দিলে তা হালকা কোনো রং দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। দিনের বেলা হালকা রঙের লিপস্টিক দেওয়া যেতে পারে। তবে তা অবশ্যই হতে হবে ম্যাট। রাতের বেলা মুখটা মাস্ক দিয়ে পরিষ্কার করে নিলে সকালে মেকআপটা ভালো করে বসবে। এই সময়ে মেকআপের কথা তো জানা হলো। এবার চলুন একনজরে দেখে নিই কোথায় পাওয়া যাবে এসব পণ্য এবং তার দরদামটাই বা কেমন।

লিপস্টিক
ল্যাকমে এনরিচ ম্যাট লিপস্টিক কিনতে পারেন। এ ছাড়া রয়েছে ম্যাকের লিপস্টিক। বিশ্বখ্যাত কয়েকটি ব্র্যান্ডের লিপস্টিকের নাম হলো জর্ডানা (ইউএসএ) নরমাল, পারসোনি নরমাল, ল’রিয়েল, জ্যাকলিন, রেভলনের স্টিক লিপস্টিক। দাম ৩০০ থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত আছে।
এ ধরনের প্রসাধন সামগ্রী পাবেন আলমাস, নিউমার্কেট, গাউছিয়া, রাইফেলস স্কয়ার, বসুন্ধরা শপিংমল, আনাম র্যাংগস, জেনিটিক প্লাজা, রাপা প্লাজা, মিরপুর-১০-এর মার্কেটে।

কাজল
কাজলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমানে কালো কাজলের সঙ্গে সঙ্গে নানা রঙের কাজলের ব্যবহার বেড়েছে। সাদা, লাল, সোনালি, নীল, বেগুনি, গোলাপিসহ নানা রঙের কাজল পাওয়া যায়। তবে অনেকে কাজল ব্যবহার না করে রঙিন পেনসিল লাইনার ব্যবহার করেন।
ম্যাকের পানি নিরোধক স্মোলডার আই কোহল দিলে চোখের কাজল অনেকক্ষণ ঠিক থাকবে।
এ ছাড়া আছে মেবেলিনের কাজল ৩৫০ থকে ৪০০ টাকা, নয়ের কাজল ৯০-৩০০ টাকা, মি. অ্যান্ড মিসেসের কাজল ১২০-৩০০ টাকা, জর্ডানার কাজল ৬০-২৫০ টাকা এবং মনিয়ানের কাজল ৬০-১৫০ টাকা।

ফাউন্ডেশন
ল’রিয়েলের ফাউন্ডেশন একসঙ্গে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার আর পাউডারের কাজ করবে। পাওয়া যাবে ৪৫০ থেকে ১২০০ টাকায়। ফেস পাউডার সিঙ্গেল, ডবল ৩০০ থেকে ১২০০ টাকা। প্যানকেকের দাম ৫৫০ থেকে ১৫০০ টাকা।
রেভলনের ফাউন্ডেশন ২৫০ থেকে ১২০০ টাকা। ফেস পাউডার সিঙ্গেল ২৫০ ও ডাবল ১০৫০ টাকা। প্যানকেক ৪৫০ থেকে ১৪০০ টাকা।
নিভিয়ার ফাউন্ডেশন ২০০ থেকে ৯০০ টাকা, ফেইস পাউডার ২০০ থেকে ৫০০ টাকা। প্যানকেক ৪০০ থেকে ৬০০ টাকা।
ল্যাকমের ফাউন্ডেশন ১৮০ থেকে ১১০০ টাকা, ফেস পাউডার ২২০ থেকে ৪৫০ টাকা।
জর্ডানার ফাউন্ডেশন ৪০০ থেকে ১৬০০ টাকা, ফেস পাউডার ২৫০ থেকে ৫৭৫ টাকা, প্যানকেক ৪০০ থেকে ৯০০ টাকা।
ওলের ফাউন্ডেশন ১৫০ থেকে ৬০০ টাকা। ফেস পাউডার ২৫০ থেকে ৬৫০ টাকা।
আই লাইনার
কালারবার তরল আই লাইনার বর্ষার জন্য খুব ভালো। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। বৃষ্টির পানিতেও ছড়ায় না সহজে। ল্যাকমে, জর্ডান, লা ফেমে, গোল্ডেন রোজ, মি. অ্যান্ড মিসেস, ল’রিয়াল ইত্যাদি ব্র্যান্ডের আইলাইনার আছে দাম পড়বে ৩৫০ থেকে ৬০০ টাকার মধ্যে।
জেল লাইনার
লিকুইড লাইনার লাগাতে ভয় পেলে জেল লাইনারও ব্যবহার করতে পারেন। এগুলো একটু বেশি স্মাজ-ফ্রি। রেভলনের কালারস্টে জেল লাইনার কিনে দেখতে পারেন।
আইশ্যাডো
ল’রিয়েলের আইশ্যাডো বেশ ভালো। পানিরোধক এই আইশ্যাডোর বেশ কয়েকটা মেটালিক শেড রয়েছে। অন্যান্য ব্র্যান্ড যেমন ল্যাকমে, জর্ডান, লা ফেমে, গোল্ডেন রোজ, মি. অ্যান্ড মিসেস ইত্যাদিও আছে বাজারে। এগুলোর দাম ৪০০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত।
মাসকারা
মেবিলিন কোলোসাল ভল্যুম এক্সপ্রেস পানিরোধক মাসকারা বেশ জনপ্রিয়। ব্যবহার করার ওয়ান্ডটা এতই ভালো যে আলাদা করে কার্লার না ব্যবহার করলেও চলবে। লেকমে, জর্ডান, লা ফেমে, গোল্ডেন রোজ, মি. অ্যান্ড মিসেস, লরিয়াল ইত্যাদি ব্যান্ডের মাসকারার দাম ৪০০ থেকে ৬০০ টাকা। এ ছাড়া মাসকারার আরও ভিন্ন ধরনের লুক হয়ে থাকে। যেমন মাসকারা প্রাইমার, লেন্দেনিং মাসকারা, ভলিউমাইজিং মাসকারা, কার্লিং মাসকারা, ওয়াটারপ্রুফ মাসকারা, স্মাজপ্রুফ মাসকারা ইত্যাদি।