দেশে বেকারের সংখ্যা এখন ২৬ লাখ। নারী ও পুরুষ উভয়েই ১৩ লাখ করে বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫-১৬ অর্থবছরের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ চিত্র উঠে এসেছে (সূত্র: প্রথম আলো, ২৮ মে ২০১৭)। বেকারের এই সংখ্যা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করছেন। তবে সংখ্যাটা যতই হোক সব বেকারেরই আছে কমন কিছু বৈশিষ্ট্য। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লিখেছেন বেকার লেখক মো. মিকসেতু

* হাতে কাজকর্ম না থাকার পরও যে সব সময় ভীষণ রকম ব্যস্ত থাকে, তাকেই বেকার বলে।
* বেকাররা এই সংসারে অন্যদের চেয়ে কর্মঠ ও নিষ্ঠাবান হয়। পরিবারের সবার ছোটখাটো ফুটফরমাশ বেকাররা বেশ নিষ্ঠার সঙ্গে পালন করে।
* অনেক ধরনের চাকরির ইন্টারভিউ দেওয়ার কারণে চাকরির ইন্টারভিউয়ের ব্যাপারে বেকাররা বেশ অভিজ্ঞ হয়। ভাইভায় কী ধরনের প্রশ্ন আসে, এটা বেকারদের চেয়ে ভালো আর কেউ জানে না।
* ঘন ঘন ভাইভা দিতে দিতে বেকারদের এমন অভ্যাস হয়ে যায় যে অপরিচিত কাউকে দেখলেই সালাম দেয় এবং স্যুট–কোট পরা কাউকে বিনা দ্বিধায় বিনয়ের সঙ্গে ‘স্যার’ বলে ডাকতে পারে।
* বেকারদের পকেট সব সময় ফাঁকা থাকে বলেই তাদের চায়ের নেশা অন্যদের চেয়ে বেশি থাকে।
* বেকারেরা ভালো শ্রোতা হয়। সবচেয়ে বিরক্তিকর আলাপ-আলোচনাও হাসিমুখে শোনার অসীম ক্ষমতা তাদের আছে।
* বেশির ভাগ সময় হেঁটে চলাফেরা করতে হয় বলে জিমে না গিয়েও বেকারদের শারীরিক ফিটনেস সব সময় ভালো থাকে।
* দিনের বেলা বাড়ির বাইরে থাকে বলে বন্ধু হিসেবে বেকাররা খুব ভালো হয়। আড্ডা দিয়ে সময় কাটানোর জন্য বেকার বন্ধুর জুড়ি নেই।
* চোরের পর বেকাররাই নিঃশব্দে বাড়ির বাইরে থেকে গেট খোলায় পারদর্শী হয়।
* খাবারদাবারের ব্যাপারে বেকারদের বাছবিচার সবচেয়ে কম থাকে। একটা কিছু খেতে দিলেই হলো। খাবারে লবণ কম কিংবা ঝাল বেশি দিলেও বেকাররা উচ্চবাচ্য করে না।

* প্রেমিক হিসেবে বেকাররা যেকোনো পেশাজীবীদের চেয়ে ভালো হয়। সারা দিন হাতে কাজ থাকে না বলে ডেটিং টাইমের এক-দেড় ঘণ্টা আগেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত
হয় তারা।
* ‘বিসিএস দিচ্ছি’ কথাটা বেকারদের সবচেয়ে বড় অস্ত্র। গায়ে পড়ে জ্ঞান দেওয়া লোকদের এড়িয়ে চলতে বেকাররা এই অস্ত্র ব্যবহার করে।
* বেকাররা নিয়মিত পত্রিকা পড়ে। তাদের প্রিয় পত্রিকার নাম চাকরির খবর কিংবা চাকরির সংবাদ। দৈনিক পত্রিকার ‘চাকরিবাকরি’ পাতাটিও তাদের প্রিয়।
* টাকাপয়সার সংকটে ভুগলেও বেকারদের মন বেশ উদার হয়। হাতে কিছু টাকাপয়সা এলেই তারা সেটা অন্যদের জন্য খরচ করতে সামান্যতম দ্বিধা করে না।
* বেকাররা ভালো আইডিয়াবাজ হয়। সামান্য মূলধন দিয়ে কীভাবে অনেক লাভজনক ব্যবসা খুলে অতি সহজেই অল্প সময়ে বড়লোক হওয়া যায়, এ রকম অনেক আইডিয়া মাথায় নিয়ে ঘোরে তারা। শুধু মূলধনটা পাওয়া হয় না বলেই ব্যবসা শুরু করে বড়লোক হওয়া হয় না তাদের।