প্রচ্ছদ
বেণি দুলিয়ে
চুল সাজানোর চলতি ধারায় আবার এসেছে বেণির জনপ্রিয়তা। এই সময়ে শুধু শাড়িই নয়, বেণি দেখা যাচ্ছে কামিজ, কুর্তি, টপ—এমনকি টি-শার্টের সঙ্গে। তারকারাও সাজছেন বেণিতে।
একটা সময় ঘুমাতে যাওয়ার আগে মেয়ের মাথায় তেল দিয়ে চুল টেনে বিনুনি বাঁধার কাজটা মায়েরা করতেই বেশি ভালোবাসতেন। খেজুর বেণি, কলা বেণি, ফিতা বেণি—অনেক নামের বেণিতে তখন বাঁধা পড়ত চুল। স্বাচ্ছন্দ্যে বেঁধে নেওয়া এই চুলের বাঁধন বেণি হাল ফ্যাশনেও পেয়েছে জনপ্রিয়তা। শুধু এক ঘরানার বেণি নয়, একই চুলে ফুটে উঠছে নানা নকশার বেণি। পুরো চুলে বেণি বাঁধা তো আছেই, খোলা চুলেও নানা আঙ্গিকে জনপ্রিয় হচ্ছে এই বেণির স্টাইল।
দেশীয় সংস্কৃতির উৎসবগুলোতে বেণি জনপ্রিয় হয়ে ওঠে। শাড়ির সঙ্গে মানিয়ে যায়, এমন লম্বা বেণিতে ফুল গুঁজে সাজার দৃশ্যটা বেশ চোখে পড়ে তখন। তবে এই সময়ে এসে শুধু শাড়িই নয়, কুর্তি, কামিজ, টপ—এমনকি টি-শার্টের সঙ্গেও বেণি বাঁধেন অনেকেই। ইদানীং অনেক তারকার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেণি বাঁধা চুলের ছবি দেখা যাচ্ছে।
পারসোনার পরিচালক নুজহাত খান বেণি নিয়ে বললেন, ‘হঠাৎ করেই চুলে বেণি বাঁধার স্টাইল জনপ্রিয়তা পাওয়ার কারণ হয়তো করোনার সংক্রমণ। ব্যাখ্যা করেই বলি। করোনায় সময় যেহেতু বাইরে গিয়ে চুল বাঁধাটা কমই হচ্ছে, তাই তরুণীরা নিজেরাই করতে পারেন, এমন ধারার চুল বাঁধার দিকেই বেশি ঝুঁকেছেন। যে কারণে বেণি পেয়েছে বাড়তি জনপ্রিয়তা।’
মাঝখানে সিঁথি করে চুল দুই ভাগে ভাগ করে নিন। এবার বাঁ দিকের চুল আবার দুই ভাগ করুন। কানের পাশে অল্প কিছু চুল রেখে বাকি চুলের একটু মোটা করে গোছা নিন। চুলের সামনে থেকে সাধারণ বেণি বাঁধা শুরু করে পেছন পর্যন্ত বাঁধুন। বেণির শেষে পাঁচ থেকে ছয় ইঞ্চি চুল বের করে রেখে রাবার দিয়ে বাঁধুন। এবার কানের পাশে ছেড়ে রাখা চুল দিয়ে চিকন বেণি বেঁধে আগে করে রাখা লম্বা বেণির ভেতর ঢুকিয়ে ক্লিপ আটকে দিন। একইভাবে ডান দিকের চুলেও এমনভাবে ধাপে ধাপে ভাগ করে চুল বেঁধে নিন। টপ, স্কার্ট বা কুর্তির মতো পোশাকের সঙ্গে খুব মানিয়ে যাবে এই বেণি।
চুলে বেণি বাঁধার সময় শুধু পোশাকই নয়, চেহারার গড়নও বড় বিষয় দাঁড়ায়। যাঁদের গলার গড়ন একটু একটু লম্বাটে, তাঁদের অনেক সময় এক বেণির চুলে মানায় না। তাই বলে কি অপূর্ণ থেকে যাবে চুলে বেণি বাঁধার সাধ। না, তা নয়। বরং খোলা চুলেও বাঁধা বেণিতে আপনি হয়ে উঠতে পারেন আরও স্টাইলিশ। কীভাবে? ছবিতেই দেখুন না। কানের বাঁ দিক থেকে খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না, এমনভাবে চুল নিয়ে এক প্রান্ত থেকে বেণি বাঁধা শুরু করুন। অপর প্রান্তে বেণি বাঁধা শেষ হলে কানের পাশে ক্লিপ আটকে নিন। এবার সামনের দুই দিকে একেবারেই অল্প করে চুল নিয়ে চিকন বিনুনি বেঁধে ছেড়ে দিন।
চুল পাঁচ ভাগে ভাগ করুন। দুই পাশে চিকন করে মোট চারটি বিনুনি বাঁধুন। এবার মাঝখানের রেখে দেওয়া চুল দিয়ে মাঝবরাবর ফ্রেঞ্চ বেণি বেঁধে নিয়ে শেষের অংশে সাধারণ বেণি বাঁধুন।
চুলের দুই পাশে সিঁথি করে মাঝখানের চুল দিয়ে ফ্রেঞ্চ বেণি মাঝবরাবর বেঁধে নিন। দুই পাশের ছেড়ে রাখা চুল হালকা কার্ল করে নিন। খুব সহজেই বেঁধে নেওয়া এই বিনুনিতে সহজেই আসবে স্মার্ট। শাড়ি বা সালোয়ার-কামিজ, যেকোনো পোশাকের সঙ্গে তা মানিয়েও যাবে বেশ।
চুলের বাঁধনটা খেজুর বেণি, তবে উপস্থাপনায় পেয়েছে ভিন্নতা। যেমন সামনে বাঁ দিকে সিঁথি করে কিছু চুলে বেঁধে নেওয়া হয়েছে সাধারণ বেণি। পেছনে দুই ভাগ করা চুল, বেঁধে নেওয়া খেজুর বেণিতে সাধারণ চুল বাঁধাও পেয়েছে নতুনত্ব।