বয়স, সম্পদ দুটোতেই ভিকির চেয়ে এগিয়ে ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ প্রস্তুত। প্রস্তুত ভিকি কৌশলও। এই দুজনে যে বিয়ে করছেন, তা তাঁরা ছাড়া আর সবাই নিশ্চিত করেছেন। পরিবার আর কাছের বন্ধুরা উড়ে গেছেন রাজস্থানে। ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল ছিল মেহেদি। আজ সন্ধ্যায় বসবে সংগীতের আসর। সেখানে এই জুটি নাচবেন ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বার বার দেখো’ সিনেমার দুটো গানের তালে তালে। ‘নাচ দে সারে’ ও ‘ কালা চশমা’। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে ১০ ডিসেম্বর হবে বৌভাত। তার আগে জেনে নেওয়া যাক এই দুই বলিউড তারকার লাইফস্টাইল নিয়ে কিছু কথা।

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের সমস্ত আয়োজন শেষ, কাল বিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বয়সে ক্যাটরিনা ভিকির চেয়ে পাঁচ বছরের বড় আর ক্যারিয়ারে ১২ বছর। ক্যাটরিনার বয়স ৩৮ আর ভিকির ৩৩। ভিকি বলিউডে পা রাখেন ২০১৫ সালে ‘মাসান’ সিনেমা দিয়ে। আর ক্যাটরিনা ২০০৩ সালে ‘বুম’ সিনেমা দিয়ে।

ক্যারিয়ারে অর্জনের দিক থেকেও এখন পর্যন্ত ভিকির চেয়ে বেশ খানিকটা এগিয়ে ক্যাটরিনা। ব্রিটিশ অভিনেত্রী ক্যাটরিনাকে বলা হয় বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা। ২০০৮ থেকে ২০১৩ সার পর্যন্ত টানা ছয় বছর ক্যাটরিনা ‘এফএমএইচ ইন্ডিয়া’র জরিপে ‘ওয়ার্ল্ড’স সেক্সিয়েস্ট ওম্যান’ হয়েছেন। ২০০৯ ও ২০১০ সালে ভার্ভের তালিকায় হয়েছেন ভারতের সবচেয়ে ক্ষমতাবান তারকা। টাইমস অব ইন্ডিয়া তাঁকে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চার বছর ‘মোস্ট ডিজায়ারেবল ওম্যান’ ঘোষণা করেছে। এসব স্বীকৃতিকে সম্মান জানিয়ে মাদাম তুসোর মিউজিয়ামে তাঁর মোমের মূর্তি রাখা আছে।

সবদিকে এগিয়ে ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও একাধিক প্রথম সারির ভারতীয় নায়িকাকে পেছনে ফেলেছেন ক্যাটরিনা। স্লাইস, নক্ষত্র, লাক্স, প্যানাসনিক, লরিয়েলসহ অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখপাত্র তিনি। ২০২০–এর অক্টোবরে খুলেছেন নিজস্ব বিউটি ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’। অন্তত ২৫টি ব্র্যান্ডের তিনি অ্যাম্বাসেডর। এর মধ্যে রয়েছে প্যানাসনিক, কোকা–কোলা, ল্যাকমে, এয়ারটেল, রিবুক, শাওমি, স্প্ল্যাশ ইত্যাদি।

ক্যাটরিনা ও ভিকি বিয়ে করছেন অনেকটা লুকিয়েই
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছবিপ্রতি ক্যাটরিনা নেন ১০ কোটি টাকা। সিনেমা, বিজ্ঞাপন, অ্যান্ডর্সমেন্ট—সব মিলিয়ে ক্যাটরিনা বছরে ৭৪ কোটি টাকা (৬৫ কোটি রুপি) আয় করেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ২২৭ কোটি টাকা (২০০ কোটি রুপি)। অন্যদিকে ভিকি কৌশল ছবিপ্রতি নেন ৪ থেকে ৫ কোটি টাকা। এখন পর্যন্ত ভিকির মোট সম্পদের পরিমাণ ২৫ কোটি টাকা (২২ কোটি রুপি)। সিনেমার বাইরে ভিকির তেমন কোনো আয় নেই বললেই চলে। তিনি হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। এর মধ্যে রয়েছে বোল্ট অডিও, হারভেলস ইন্ডিয়া, অপ্পো ইত্যাদি।