ভাইয়ের মন পেতে হলে
>আমাদের চারপাশে নানা রকম ‘ভাই’ দেখা যায়। এই ভাইদের মন জয় করার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করেও ব্যর্থ হয়। তাই সহজেই ‘ভাই’দের মন জয় করার কিছু অমূল্য পরামর্শ দিলেন মাহবুব আলম
ভাইয়ের ফেসবুক পোস্টে যে ৫টি কমেন্ট করবেন
১. সহমত ভাই।
২. অস্থির হইছে ভাই!
৩. অসাধারণ, নাইস, ভাই।
৪. সেই ভাই, সেই!
৫. সেরা ভাই, সেরা!
ভাইয়ের ফেসবুক পোস্টে যে ৫টি কমেন্ট কখনোই করবেন না
১. একমত হতে পারলাম না, ভাই।
২. ভালো হয় নাই, ভাই।
৩. এটা ঠিক না, ভাই।
৪. এটা অসম্ভব, ভাই।
৫. বুঝলাম না, ভাই।
ভাইয়ের সঙ্গে দেখা হলে যে ১০টি কথা বলবেন
১. গত রাতে আপনাকে স্বপ্নে দেখছি, ভাই।
২. আমার আব্বা-আম্মা প্রতিদিন আপনার প্রশংসা করে, ভাই।
৩. আপনার মতো হতে চাই, ভাই।
৪. আপনি দিন দিন হিরো হয়ে যাচ্ছেন, ভাই।
৫. আপনি তো সব মেয়েদের ক্রাশ, ভাই।
৬. আপনি শুধু একবার অর্ডার দিয়ে দেখেন, ভাই।
৭. আমরা আপনার সাথেই আছি, ভাই।
৮. আপনার দয়ায় এখনো করে-মিলে খাচ্ছি, ভাই।
৯. আপনার কথা বললেই সবাই সালাম দেয়, ভাই।
১০. আপনিই তো আমাদের বাপ-মা, ভাই।
ভাইয়ের জন্য যে ৫টি কাজ করবেন
১. ভাইকে নিয়ে ‘ভাই আমার আদর্শ’ শিরোনামে একটা কবিতা লিখুন।
২. ভাইয়ের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে গার্লস স্কুল-কলেজের দেয়ালে টাঙিয়ে দিন।
৩. মনীষীদের উক্তি পোস্ট করে কার্টেসি হিসেবে ভাইয়ের নাম দিয়ে দিন।
৪. ভাইয়ের সঙ্গে তোলা ছবি ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করুন।
৫. ভাইয়ের ইনবক্সে কথার আগে ও পরে ‘ভাই + লাভের ইমো’ দিন।
ওপরের পরামর্শগুলো পছন্দ হলে ‘সহমত ভাই’ না বলে যাবেন না!