ভালোবাসা বুঝি এমনই হয়? যে শতবার মুখ ফিরিয়ে নিলেও বলতে ইচ্ছা হয়—ভালোবাসি, ভালোবাসি। অনেক ভালোবাসি তোমাকে। হঠাৎ করে দেখা হওয়া, মনের মধ্যে তোমার ছবি এঁকে যাওয়া। কথা বলার সময় তোমার ভঙ্গিগুলো ভালো লাগত। ভালো লাগতে লাগতে তোমার প্রতি অনেক ভালোবাসা জন্মে যাওয়া। ভাবনার আকাশজুড়ে পুরোটাই যে তখন শুধুই তুমি। যা হোক অনেকগুলো সূত্রের মাধ্যমে তোমাকে আমার ভালোবাসার কথা জানালাম। কিন্তু বারবার তোমার মুখ ফিরিয়ে নেওয়া। সব সময় তোমার জন্য অপেক্ষা করতাম। কিন্তু তুমি নাছোড়বান্দা। এর পেছনের কারণ আমার জানা ছিল। তুমি শুধু আমার প্রস্তাবে না বলে গেছ। কখনো কাউকে বলনি আমি যেন আর তোমাকে ভালোবাসার প্রস্তাব না পাঠাই অথবা তোমাকে যেন আমি ভুলে যাই। তোমার ভয়ের কারণটা যে আমি আংশিক জানতাম।
এ জন্যই আশা ছাড়িনি, আর তোমার ফিরিয়ে দেওয়ার কারণ জেনে কখনো তোমার সঙ্গে সামনা-সামনি কথাও বলতে চাইনি। যদি বিপদে পড়, কষ্ট পাও! তোমার জন্য তৈরি সেই গিফটটি আজও দেওয়া হয়নি। তোমাকে প্রোপোজের যত সব ভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খেত সারাক্ষণ। এ জন্যই সেই আজব গিফটটি তোমার জন্য বানানো। বাস্তবতা যে সেই পথ থেকে সরে যেতে আমাকে বাধ্য করেছে। ভিড়ের মাঝে তোমাকে খুঁজে পেয়েও যে হারিয়ে ফেলেছি। তোমাকে অনেক অনেক ভালোবাসি।
ইতি
সেই ছাদের ছেলেটি
মানিকগঞ্জ
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’