ভূত!!
আমি খুব ভীতু; আর খামোখা ভয়ই মানুষকে বিপদে ফেলে দেয়। একদিন রাতে রেডিওতে একটা ভয়ের অনুষ্ঠান শুনছিলাম। একজন ভয়ের অভিজ্ঞতা বলছিল। লোকটি বলছিল, ‘আমি দৌড়ে বাথরুমে গেলাম। মুখে পানির ঝাপটা দিলাম, তারপর দেখলাম জানালার সামনে একটি ফ্যাকাসে সাদা মুখ।’ ব্যস, এটুকু শুনেই আমি ভয়ে কানের ইয়ারফোনটা খুলে ফেললাম। উঠে বাথরুমে গেলাম। অনিচ্ছা সত্ত্বেও চোখটা জানালার দিকে চলে গেল।
খুট করে একটা শব্দ হলো আর তারপরই সাদা কিছু একটা চোখে পড়ল। এই দৃশ্য দেখে জোরে একটা চিত্কার দিয়ে কেনোমতে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলাম এবং তত্ক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললাম।
বাড়ির সবাই জড়ো হয়ে গেল এবং আমাকে বিছানায় শুইয়ে দিল। পরদিন সকালে হাত-মুখ ধুতে বাথরুমে গিয়ে দেখলাম জানালার পাশে তারে একটি পত্রিকা ঝুলছে!! নিজের বোকামিতে নিজেই হেসে দিলাম। কিন্তু লজ্জায় কাউকে বলিনি, তবুও আজ বলা হয়েই গেল।
অন্যা প্রখ্যাত