মনমতো ও মাপমতো শার্ট
প্রিয় মানুষটির জন্য শার্ট কিনতে চান। কেনার সময় হয়তো সঙ্গে নেই তিনি। আন্দাজ করে নিজেই কিনে নিলেন, কিন্তু শার্টটা তাঁর মনমতো হলেও মাপমতো হয়েছে কি? ছেলেদের শার্ট কেনার জন্য কোন কোন বিষয় লক্ষ রাখতে হবে জেনে নিন এই প্রতিবেদনে।শার্ট গ্যালারির ডিজাইনার ও পরিচালক আবদুর রায়হান বলেন, সঠিক মাপমতো শার্টেই ফুটে ওঠে পুরুষের ব্যক্তিত্ব। শার্টের মাপের ক্ষেত্রে প্রথমে জানতে হবে কলারের মাপটি। এই মাপ জানা থাকলে অনেক সহজ হয়ে যায় শার্ট কেনা। ফুল শার্ট, নিউ কাট, স্ট্রেইট কাট, ওয়াইড কলার, হাই ব্যান্ড, লং ব্যান্ড, বাটন ডাউন কলার, হিডেন কলারসহ বিভিন্ন রকম কলার রয়েছে। যাঁকে উপহার দেওয়া হবে, তাঁর পছন্দের বিষয়টি একটু কৌশলে জেনে নিতে হবে। যদি তিনি কপ পছন্দ করেন, তবে সেটির মাপও হতে হবে ঠিকঠাক। কপ হচ্ছে হাতের শেষ প্রান্তের অংশবিশেষ। শার্ট কেনার সময় কলারের মাপ নিয়ে আপনাকে হয়তো পড়তে হবে নানা সমস্যায়। কারণ, তৈরি শার্টের কলারের মাপের মধ্যেও দেখা যায় ভিন্নতা। কোনো কোনো তৈরি শার্টের কলারের মাপ সেন্টিমিটারে আবার কোনোটির ইঞ্চিতে। এর সমাধান দিয়েছেন ওয়েস্টেকস, বসুন্ধরা সিটি শাখার ম্যানেজার কাজী হেমায়েত উদ্দীন। শার্টের কলারের মাপের জন্য আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ইঞ্চির মাপ। সাধারণত ১৫ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত কলারের মাপ হয়ে থাকে। শার্ট কেনার সময় তাই ইঞ্চিতে, নাকি সেন্টিমিটারে, তা জেনে নিতে হবে। সাধারণত তিন ধরনের মাপের শার্ট পাওয়া যায়। ক্ল্যাসিক বা রেগুলার, মিডফিট বা সেমি স্লিম ও স্লিমফিট।যাঁরা একটু বয়স্ক, তাঁরা সাধারণত ক্ল্যাসিক পরেন। এ ছাড়া যাঁরা সুস্বাস্থ্যের অধিকারী, তাঁরাও এটি পছন্দ করেন। মধ্যবয়সীরা পছন্দ করেন মিডফিট। এটি একেবারে ঢিলেঢালাও নয়, আবার একেবারে ফিটিংও নয়। স্লিমফিট পছন্দ করেন তরুণেরা। সুতরাং উপহার ক্রয়ের সময় বয়সভেদে এই তিনটি মাপের ওপর গুরুত্ব দিতে হবে। বয়স, উচ্চতা ও স্বাস্থ্য—এই তিন বিষয় জেনে কারও জন্য শার্ট কেনা হয়। পাশাপাশি ক্রেতা যদি কলারের মাপটি জানেন, তবে সঠিক মাপের শার্টটি পেতে সুবিধা হয়। অনেক সময় শার্টের কলারে মাপটি লেখা থাকে না। সেখানে M, XL, XXL—এই মাপগুলো লেখা থাকে। সে ক্ষেত্রে কলারের মাপটি জেনে ফিতা দিয়ে মেপেও দেওয়া হয় ক্রেতাদের। এভাবেই বললেন একস্ট্যাসির বিক্রয়কর্মী শিহাব ও রোজালিন।অনেকেই শার্ট না কিনে তৈরি করে নিতে পছন্দ করেন। সে ক্ষেত্রে জানতে হবে শার্টের গলার মাপ, হাতার মাপ, বুকের মাপ, লম্বায় কত, বাহুর মাপ—এই বিষয়গুলো। তবে সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেডের রশীদ মাস্টার মনে করেন, সবচেয়ে ভালো হয় যাঁর জন্য শার্টটি তৈরি হবে, তাঁর সঠিক মাপের একটি শার্ট সঙ্গে আনা।শার্টের মাপজোখ ছাড়াও প্রিয়জনের শার্ট কেনার ক্ষেত্রে আরও কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন: ফরমাল শার্ট হলে শক্ত কলার, ক্যাজুয়াল শার্টের ক্ষেত্রে তুলনামূলক কম শক্ত কলার বেছে নিন।তরুণ বয়সী যাঁরা, তাঁদের জন্য পকেটসহ ও বোতামবহুল শার্ট বেছে নিতে পারেন। বড় চেকের ফুলহাতা শার্টগুলোর হাতা বাহুর কাছে গুঁজে রাখার ফ্যাশন চলছে এখন।একটু বয়সীদের ক্ষেত্রে লম্বা স্ট্রাইপ অথবা ঝুরি চেকের গাঢ় ও হালকা দুই রঙের শার্ট বেছে নিতে পারেন। অনেকেই এক রঙের শার্ট পছন্দ করেন। বেছে নিতে পারেন সেগুলোও। সর্বোপরি শার্টটি উপহার দেওয়া হবে যাঁকে, কৌশলে তাঁর মাপ, পছন্দ-অপছন্দ জেনে নিয়ে উপহার কেনাটাই বুদ্ধিমানের কাজ। তবে উপহারটি মনমতো ও মাপমতো হতে হবে।