মনের বাক্স

ক্রমে বদলে যাচ্ছে সব

এই খোলা বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে বসে টানা ২০ দিন ছুটি কাটিয়ে দিলাম।

বিগত ১৫ বছর দুপুরে ঘুমাইনি

এত দিনের অভ্যাস!

তাই অপরাহ্ণ থেকে সন্ধ্যা অবধি এখানেই বসে থাকি।

সামনের খালি প্লটটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকত পাড়ার ছেলেদের ক্রিকেট উল্লাসে।

ধীরে ধীরে কমে আসতে থাকল সংখ্যা

এখন তা খানাখন্দে জমে যাওয়া বৃষ্টির পানির মতো নিস্তরঙ্গ...।

সুপ্তি জামান, বাসাবো, ঢাকা

উড়ন্ত ভালোবাসা

ভালোবাসা আমার জীবনে এসেছে ঠিক উড়ন্তভাবে। জানি না কতক্ষণ থাকবে। মনে রাখবেন আপনাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ, ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটাই হয়তো ভালোবাসা।

আমি আপনার কাছে কখনো একটা বিকেল চাইব না, কখনো একসঙ্গে বসে চা খেতেও চাইব না। হাতে হাত রেখে ঘুরতেও চাইব না, কেন জানেন? কারণ, আমি আপনাকে ভালোবাসি। তবে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার নেই।

নাজমুস শাহাদাত

চতরা, পীরগঞ্জ, রংপুর।

প্রাণের বন্ধু

আগে কখনো তোদেরকে এত বেশি মিস করিনি। এই দুঃসময়ে তোদেরকে ছেড়ে থাকতে গিয়ে বুঝেছি যে কতটা ভালোবাসি তোদের। আবার কবে দেখা হবে জানি না। সারা দিন একসঙ্গে থাকা, আড্ডা দেওয়া, খাওয়া, পড়াশোনা, ঘুম—সবই মিস করছি। দিনগুলো খুব মিস করছি। আমাদের পরিচয় হয়তো খুব বেশি দিনের না। আমরা কেউ এক জেলারও না। রিফাত, নেওয়াজ, ইশতিয়াক, রকিবুল, আল রিফাত—তোদের এভাবে মনে পড়বে ভাবিনি। ভালো থাকিস তোরা। সাবধানে থাকিস...

নাহিদুর রহমান, বি এ এফ শাহীন কলেজ, যশোর।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’