অভিনেত্রী শাহনাজ খুশী। তাঁর ছেলে দিব্য জ্যোতি এ লেভেলে পড়ছে। এবারের দুই প্রজন্মে থাকছে মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. যে ধরনের খাবার খেতে পছন্দ করেন?
শাহনাজ খুশী: বাঙালি খাবার। বিশেষ করে মাছ-ভাত।
ছেলে: চীনা খাবার, ফ্রায়েড চিকেন।
২. প্রিয় সিনেমা?
শাহনাজ খুশী: পথের পাঁচালী, টাইটানিক, লিজেন্ড অব ভগত সিং।
ছেলে: ট্রয়, দ্য বাইসাইকেল থিফ, লিজেন্ড অব ভগত সিং।
৩. কাদের অভিনয় ভালো লাগে?
শাহনাজ খুশী: অমিতাভ বচ্চন, রেখা, কাজল, টাবু, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও ফজলুর রহমান বাবু।
ছেলে: মায়ের অভিনয় ভালো লাগে। এ ছাড়া নওয়াজ উদ্দিন সিদ্দিক, ঐশ্বরিয়া রাই, জয়া আহসান ও ফজলুর রহমান বাবু।
৪. প্রিয় খেলা?
শাহনাজ খুশী: ফুটবল।
ছেলে: ফুটবল।
৫. পছন্দের খেলোয়াড়?
শাহনাজ খুশী: ম্যারাডোনা, সালাউদ্দিন ও মেসি।
ছেলে: পিকে ও অলিভার কান।
৬. প্রিয় লেখক?
শাহনাজ খুশী: আহমদ ছফা, হুমায়ুন আজাদ ও সেলিনা হোসেন।
ছেলে: আলেক্সান্ডার ডুমা, আহমদ ছফা।
৭. কোন ধরনের গান ভালো লাগে?
শাহনাজ খুশী: লালনগীতি, লোকগীতি ও রাধারমণের গান।
ছেলে: লালনগীতি।
৮. প্রিয় শিল্পী?
শাহনাজ খুশী: শফি মণ্ডল, সুবির নন্দী, মমতাজ।
ছেলে: শফি মণ্ডল, টুনটুন বাউল।
৯. প্রিয় রং?
শাহনাজ খুশী: সাদা-কালো।
ছেলে: লাল।
১০. রেগে গেলে কী করেন?
শাহনাজ খুশী: সহজে রাগী না, তবে রেগে গেলে হাতের কাছে যা পাই তা-ই ভেঙে ফেলি।
ছেলে: বাসা থেকে বের হয়ে যাই।
সাক্ষাৎকার: তারিকুর রহমান খান