মা-ছেলে দুজনেরই প্রিয় সমুদ্র

মা আবিদা সুলতানার সঙ্গে ছেলে ফারশীদ আলম। ছবি: সংগৃহীত
মা আবিদা সুলতানার সঙ্গে ছেলে ফারশীদ আলম। ছবি: সংগৃহীত
>সংগীতশিল্পী আবিদা সুলতানা। তাঁর ছেলে ফারশীদ আলম, গায়ক। আজ দুই প্রজম্মে থাকছে মা ও ছেলের পছন্দ-অপছন্দ।

১. প্রিয় খাবার?

আবিদা সুলতানা: মাছ, সালাদ ও আইসক্রিম।

ছেলে: বাসায় খিচুড়ি, বাইরে পিৎজা।

২. প্রিয় সিনেমা?

আবিদা সুলতানা: আর্থ, গেরিলা, টু উইমেন।

ছেলে: প্রিডেটর ১।

৩. প্রিয় সংগীতশিল্পী?

আবিদা সুলতানা: নীলুফার ইয়াসমিন, মান্না দে, মেহেদি হাসান, আবিদা পারভীন (পাকিস্তান)।

ছেলে: নিজের গান সবচেয়ে বেশি ভালো লাগে।

৪. প্রিয় অভিনয়শিল্পী?

আবিদা সুলতানা: জেনিফার লরেন্স, হুমায়ুন ফরীদি, আনোয়ারা, শাবানা আজমী ও চঞ্চল চৌধুরী।

ছেলে: হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন।

৫. প্রিয় রং?

আবিদা সুলতানা: মেরুন, সবুজ।

ছেলে: কালো, জাফরান লাল, সবুজ।

৬. অবসরে কী করেন?

আবিদা সুলতানা: গান শুনি, মুড ভালো থাকলে রান্না করি।

ছেলে: ইউটিউব ব্রাউজ করি।

৭. কোথায় ঘুরতে ভালো লাগে?

আবিদা সুলতানা: সমুদ্র।

ছেলে: সমুদ্র।

৮. পছন্দের ঋতু?

আবিদা সুলতানা: বর্ষা।

ছেলে: বসন্ত কিন্তু আগে শীত খুব পছন্দ করতাম।

৯. প্রিয় বাদ্যযন্ত্র?

আবিদা সুলতানা: পিকোলো, চেলো।

ছেলে: বেজ গিটার।

১০. কার হাতের রান্না খেতে ভালো লাগে?

আবিদা সুলতানা: মা এবং ছোট বোন সালমার হাতের রান্না।

ছেলে: মা ও নানি মুসলিমা বেগমের হাতে রান্না খেতে খুব ভালো লাগত।

১১. পরস্পরের পছন্দ-অপছন্দের দিক?

আবিদা সুলতানা: বাইরে কোনো কিছু হলে ঘরে এসে আমার সঙ্গে মুড অফ করে রাখে, এটা আমার খুবই খারাপ লাগে। এ ছাড়া বাকি সবই ভালো।

ছেলে: মা খুবই গোছালো। সময়ের বিষয়ে খুবই সচেতন। সব সময় আমরা সময়মতো কাজ করি এটা মা খুব চান। কিন্তু এটা সব সময় ভালো লাগে না।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান