অভিনেত্রী ও মডেল পূজা চেরী রায়। পড়াশোনা করছে নবম শ্রেণিতে, ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে। তার মা ঝর্ণা রায়, গৃহিণী। অধুনার দুই প্রজন্মে থাকছে মা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. উৎসবের প্রিয় পোশাক
পূজা: ফ্লোর টাচ গাউন।
মা: সিল্কের শাড়ি।
২. কোন ধরনের খাবার ভালো লাগে?
পূজা: ফুচকা আর ফ্রেঞ্চ ফ্রাই।
মা: ফুচকা।
৩. অবসরে যা করি
পূজা: মার্শাল আর্ট শিখি আর সাইকেল চালাই।
মা: বই পড়ি।
৪. যাঁদের অভিনয় মন কেড়ে নেয়
পূজা: দেশে মাহিয়া মাহি আর শিপন। দেশের বাইরে সুচিত্রা সেন আর দীপিকা পাড়ুকোন।
মা: দেশে রাজ্জাক, মৌসুমী আর দেশের বাইরে সুচিত্রা সেন, শাহরুখ খান।
৫. প্রিয় মডেল
পূজা: মেহজাবীন, তাহসান।
মা: পূজাই এখন প্রিয় মডেল।
৬. প্রিয় বই
পূজা: আনিসুল হকের ছাপাখানার গন্ধ আর মুহম্মদ জাফর ইকবালের আমি তপু।
মা: নীহারঞ্জন রায়ের নিশীতারিণী, হ্ুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ এবং নন্দিত নরকে।
সাক্ষাৎকার: বিপাশা রায়