মিজানুর রহমানের প্রিয় 'দ্য হান্ড্রেড', মায়ের 'বিষাদ সিন্ধু'

>
মায়ের সঙ্গে মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
মায়ের সঙ্গে মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

মিজানুর রহমান প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করেন। প্রতিষ্ঠা করেছেন ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। এ বছর বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০ জন সামাজিক উদ্যোক্তার তালিকায় একজন হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর মা মমতাজ বেগম গৃহিণী। দুই প্রজন্মে আজ থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

মিজানুর রহমান: ভুনা খিচুড়ি সব সময়ের জন্য অতুলনীয় খাবার।

মা: নদীর ছোট মাছ খুব প্রিয় আমার। তবে ডাল-ভাত আর শাকের স্বাদই আলাদা।

২. প্রিয় সিনেমা?

মিজানুর রহমান: দারুচিনি দ্বীপ, থ্রি ইডিয়টস আই রোবট

মা: নয়নতারা, মধু মিলন অবুঝ মন

৩. যাঁদের অভিনয় ভালো লাগে?

মিজানুর রহমান: জাহিদ হাসান, পূর্ণিমা, বলিউডের আমির খান, হলিউডের উইল স্মিথ।

মা: শাবানা, আলমগীর, কবরী, রাজ্জাক, আজিম, শর্মিলী আহমেদ।

৪. প্রিয় বই?

মিজানুর রহমান: রবীন্দ্রনাথের ছোটগল্প সব সময় প্রিয়। মাইকেল এইচ হার্টের লেখা দ্য হান্ড্রেড সবচেয়ে বেশিবার পড়েছি।

মা: বিষাদ সিন্ধু

৫. প্রিয় রং কী?

মিজানুর রহমান: গোলাপি ও সবুজ।

মা: নীল ও সবুজ।

৬. প্রিয় ব্যক্তিত্ব?

মিজানুর রহমান: কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বারাক ওবামা।

মা: শেখ সাদি, রাবেয়া বসরী।

৭. যাঁদের আদর্শ মানি...

মিজানুর রহমান: আমার মা এবং ভেলেরি এ টেইলর।

মা: আমার মা।

৮. যাঁদের গান পছন্দ করি...

মিজানুর রহমান: তাহসান, নচিকেতা চক্রবর্তী ও ক্রিস মার্টিন।

মা: আব্দুল আলীম, আব্বাসউদ্দীন আহমদ।

৯. কোথায় বেড়াতে ভালো লাগে?

মিজানুর রহমান: সাগর আর ছোট ছোট দ্বীপে।

মা: গ্রাম, বিশেষ করে নিজের গ্রাম।

সাক্ষাৎকার: সজীব মিয়া