মুখের আকৃতির সঙ্গে মানানসই চুলের ছাঁট

.
.

ফ্যাশন-সচেতনতা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও থাকা চাই। চুল কাটাও ফ্যাশনের অংশ। গরমকাল এসে গেছে। এখন ছোট চুল রাখাটা সময়োপযোগী। এতে এই গরমে স্বস্তির পাশাপাশি ফ্যাশনও হবে।
ছেলেদের চুলে বিভিন্ন রকমের ছাঁট দেওয়া যায়। অনেকেই শখ করে বিভিন্ন তারকাকে অনুসরণ করে চুল কাটাতে পছন্দ করেন। কিন্তু এ ক্ষেত্রে নিজের চেহারা বা মুখমণ্ডলের আকৃতি ও গঠনের সঙ্গে মানানসই চুলের ধরনটি বেছে নিতে হবে। তাহলেই আপনাকে আকর্ষণীয় মনে হবে।
ডিম্বাকৃতি মুখ
প্রশস্ত কপাল এবং চোয়াল ও চিবুক গোলাকার–এমন চেহারার পুরুষেরা চুলে বিভিন্ন ধরনের ছাঁট দিতে পারেন। যেমন চুল লম্বা রেখে সোজা পেছন দিকে আঁচড়াতে পারেন অথবা দুই পাশ ছেঁটে নিয়ে এবং মাথার মাঝখানে চুল কিছুটা বড় রাখতে পারেন।
আয়তাকার মুখ
কপাল ও চোয়ালে অনুপাত প্রায় সমান হলে ঘাড় পর্যন্ত চুল রাখতে পারেন। এতে মুখটা বেশ বড় দেখাবে। ছোট ও কম চুল হলেই ভালো দেখায়। আর চিবুক তুলনামূলক লম্বা হলে কপালের ওপর কিছু চুল ফেলে রাখা যায়। তাহলে মুখের লম্বাটে ভাব কমবে।
গোলগাল মুখ
মুখমণ্ডলের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হলে গোলাকার দেখায়। মাথার ওপরের দিকে বেশি চুল রেখে যেকোনো ছাঁট দিতে পারেন। এতে আপনার মুখটি তুলনামূলক লম্বাটে মনে হবে এবং ভারসাম্য ঠিক রাখবে।

ত্রিকোণ মুখ
কপাল সরু এবং চোয়াল তুলনামূলক চওড়া হলে মুখমণ্ডল ত্রিকোণ দেখায়। মাথার ওপরের অংশে বেশি চুল রাখতে পারেন। দুই পাশের চুল একেবারে ছোট করবেন না।
ফারজানা হালিম, সূত্র: ফ্যাশনবিনস