
আবেগের বশে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। তাঁর এই ঘোষণায় বিশ্বের কোটি কোটি ভক্ত হয়েছিলেন বেদনার্ত, হতাশ। তবে ইদানীং বাতাসে গুঞ্জন, মেসিকে নাকি শিগগিরই আবার আর্জেন্টিনা দলে দেখা যাবে। এ খবরে উচ্ছ্বসিত হয়ে মেসির এক বাংলাদেশি পাঁড়ভক্ত তাঁর উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। পড়ুন সেটি।
হে ফুটবলের জাদুকর,
আমাদের ভালোবাসা নেবেন। অনলাইন পত্রিকার একটি সংবাদে জানতে পারলাম, আর্জেন্টিনার জার্সি গায়ে আপনি নাকি আবার ফিরে আসছেন! অনলাইনের অধিকাংশ খবর ভুয়া হলেও কেন জানি আপনার ফিরে আসার এই খবর আমাদের কাছে সত্যি মনে হচ্ছে। আমরা আশায় বুক বেঁধে আবার টিভির দোকানে গিয়েছি, ডিসকাউন্টে টিভিও কিনে ফেলেছি (কারণ, কোপা আমেরিকার ফাইনাল দেখতে গিয়ে টিভি ভেঙে ফেলেছিলাম)!
হে গুণী,
২৭ জুন ২০১৬ তারিখটি পৃথিবীর ইতিহাসে একটি কালো দিন। কারণ, সেদিন আপনি আবেগের বশে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকে আমাদের সবার পৃথিবী ওলট-পালট হয়ে গেছে। আপনি চলে যাওয়ায় আমরা মারাত্মকভাবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি।
হে ফুটবলের কান্ডারি,
আপনি যেদিন থেকে অবসরের ঘোষণা দিলেন, সেদিন থেকে আর কারও মাথা ঠিকমতো কাজ করছে না। সুন্দরবন ধ্বংস হবে জেনেও ঠিকই রামপাল চুক্তি করা হয়েছে। কিন্তু চুক্তি সম্পাদনকারীদের আর কী দোষ বলুন? তাঁরা ভেবেছেন, আপনি যদি না-ই খেলেন, তাহলে কী হবে আর সুন্দরবন রেখে! কী হবে এত জীববৈচিত্র্য রেখে? কোনো লাভ নেই, সব অর্থহীন।
শুধু আপনি খেলায় নেই বলেই আমাদের দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ঝুলে আছে সুতোর ওপর। দেশের প্রধান দুই রাজনৈতিক দলই জনগণকে সঙ্গে নিয়ে যার যার মতো করে জাতীয় ঐক্য করে ফেলেছে! শুধু তারা নিজেরাই এক হতে পারছে না, এই যা। সবাই আজ আপনার অপেক্ষায়।
আপনার খেলা দেখতে না পারায় বাড়িওয়ালারাও ইদানীং খেপে আছেন খুব। তঁারা একপ্রকার ঘাড়ধাক্কা দিয়েই ব্যাচেলরদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন। অথচ বাড়িওয়ালারা ভুলে গেছেন যে একসময় আপনিও ব্যাচেলর (যদিও কাগজে-কলমে এখনো ব্যাচেলর) ছিলেন, আপনিও মেসে থাকতেন।
হে বিপক্ষ দলের ত্রাস,
বাংলাদেশের কথা তো জানলেন, সারা বিশ্বেও কিন্তু আপনার জন্য নানা ঘটনা ঘটে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আপনার খেলা দেখতে পাবেন না, এটা মানতে পারেননি। তাই প্রায় সময়ই উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। তিনি নাকি গবেষণা করে বের করেছেন, গোপাল ভাঁড় ট্রাম্পের পূর্বপূরুষ ছিলেন! বুঝুন তাহলে, আপনি না থাকায় কোথাকার পানি কোথায় গড়াচ্ছে?
আবার উল্টোটাও ঘটছে। আপনি ফিরে আসবেন শুনে আমাদের মধ্যে কেউ কেউ আনন্দে বিগলিত হয়ে চোস্ত হিন্দিতে ভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেলেছেন।
আপনি ফিরে আসবেন এই আনন্দে আমাদের প্রতিবেশী দেশ তাদের স্লুইসগেটগুলো খুলে দিচ্ছে একের পর এক। আর বন্যায় প্লাবিত হচ্ছে আমাদের দেশ। তবু আমরা খুশি, আনন্দিত।
হে ফুটবল সম্রাট,
আপনি সবকিছু ভুলে ফিরে আসুন। ডিসকাউন্টে কেনা ঝকঝকে এলইডি টিভির পর্দায় আমরা আবার আপনাকে সাদা-আকাশি জার্সিতে দেখতে চাই।
ইতি
আপনার একান্ত বাধ্যগত ভক্ত
মেসি কুদ্দুস